যারা নতুন মোবাইল কিনতে মার্কেটে যাই তারা কমন একটি কথা শুনি এসপেক্ট রেশিও। ফোনের Aspect Ratio বলতে কি বোঝায় সেটিই অনেকে বুঝিনা। একটি ফোনের Aspect Ratio রেশিও কিভাবে বুঝব সেটি আমাদের জানা জরুরী। নয়তো অনেক বেশি স্পেসিফিকেশন দেখে ফোন কিনবেন কিন্তু ঠকে যেতে পারেন।
![]() |
What is Aspect Ratio |
ফোনের Aspect Ratio মানে হলো, আপনার ফোনের ডিসপ্লের অংশটুকু বোঝায়। যতটুকু অংশ আপনি কোন কাজ করার সময় উপভোগ করতে পারবেন,সেটিই ফোনের এসপেক্ট রেশিও।
এছাড়া আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন তখন দেখবেন সেখানে আলাদাভাবে ফোনের Aspect Ratio দেখাবে। এম এক্স প্লেয়ারে ভিডিওটেপ দেখার সময় আপনি কেমন Aspect Ratio দিয়ে ভিডিও উপভোগ করবেন সেটা সেটিং অনুযায়ী পরিবর্তন করে নেয়া যায়।
অনেক ফোনের সাইজ অনেক বড় কিন্তু বাস্তবে Aspect Ratio অনেক কম। তখন আপনি ফোন কিনে ঠকে যেতে পারেন। তাই আপনার কাছে যদি ফোনের সাইজ কোন ফ্যাক্ট না হয়,তাহলে এসপেক্ট রেশিও দেখার দরকার নেই। যদি সাইজ ফ্যাক্ট হয়,তখন অবশ্যই Aspect Ratio দেখে ফোন কেনা উচিৎ। যারা গেমিং করেন বা ভিডিও দেখার জন্য মোবাইল ফোন কিনবেন,তাদের কাছে মোবাইলের এসপেক্ট রেশিও অনেক গুরুত্ববহ হতে পারে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।