src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Walton Primo RX8 দাম ও ভালোমন্দ দিক

Walton Primo RX8 দাম ও ভালোমন্দ দিক

বাজারে এসেছে Walton Rx8 নামের ওয়ালটনের দূর্দান্ত স্মার্টফোন। যার দাম মাত্র ১৫ হাজার ৯৯০ টাকা। এই বাজেটে ওয়ালটন যা স্পেসিফিকেশন দিচ্ছে সেগুলো বিচার বিশ্লেষণ করে আপনার জন্য স্মার্টফোনটি কেমন হতে পারে সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। Walton Rx8 যারা কিনবেন ভেবেছেন,তাদের জন্য আসলে কতটা উপযুক্ত হবে,কেনা ঠিক হবে নাকি ভুল হবে সবই জানতে পারবেন।

Walton Primo RX8 দাম ও ভালোমন্দ দিক
Walton Primo RX8 দাম ও ভালোমন্দ দিক

Walton Rx8 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই বাজেটে ফোনটির ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হবে।
★  ওয়াল্টনের এই ফোনটিতে আছে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ সাইজ ও স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটি ওজনে অনেক কম।
★ এই বাজেটেও আপনি পাচ্ছেন পাঞ্চ হোল ক্যামেরা।
★ ওয়ালটনের ফোনেও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধা দিচ্ছে।

Walton Rx8 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ পেছনের ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। অন্তত ভালোমানের স্নাপড্রাগন প্রসেসর দেয়া উচিৎ ছিল।
★ এখনকার দিনে ৫হাজারের নিচে ব্যাটারি! বিষয়টা বেমানান মনে হয়।

Walton Rx8 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ওয়াটনের ভক্ত আছেন। যারা মিড বাজেটে ভালো কোন ফোন কিনবেন ভেবে রেখেছেন। তারা Walton Rx8 ফোনটি কিনে নিতে পারেন। এছাড়া এই বাজেটে ৪/১২৮ ভ্যারিয়েন্টে পাচ্ছেন। যাদের অধিক র‍্যাম ও রম প্রয়োজন, তাদের এই ফোনে সমস্যা হওয়ার কথা নয়।

Walton Rx8 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা হ্যাভি গেমার আছেন, গেইমস খেলার জন্য ফোন কিনবেন ভেবেছেন,তারা এটি এড়িয়ে যেতে পারেন। কারন এতে হ্যাভি গেমারদের জন্য ভালো প্রসেসর নেই। দ্বিতীয়ত ব্যাটারি দেয়া হয়েছে ৪০০০ এম এইচ। ফলে গেমিং করার চিন্তা করলে,না কেনাটাই উচিত হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post