src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Walton N5 ফোনের দাম ও ভালোমন্দ

Walton N5 ফোনের দাম ও ভালোমন্দ

মাত্র দুদিন আগেই বাজারে এসেছে Walton N5 স্মার্টফোন। অনেকদিন ধরেই ওয়ালটনের মিড বাজেটের ফোন বাজারে আসছিলনা। অবশেষে ওয়ালটন প্রিমো এন ৫ বাজারে এসে সেই ঘাটতি পূরন করতে সক্ষম হলো। ফোনটির বাজারমূল্য ১২ হাজার ৪৯৯ টাকা। যদিও এখন অফারে ১০ হাজার ৪৯৯ টাকায় কেনা যাবে। Walton N5 ফোনটির ভালো ও মন্দ উভয় দিক বিবেচনায় ফোনটি কেমন হতে পারে,সেই নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

Walton N5 ফোনের দাম ও ভালোমন্দ
Walton N5 ফোনের দাম ও ভালোমন্দ 

Walton N5 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ওয়াল্টন প্রিমো এন ফাইভ ফোনটিতে রয়েছে ৬.৮২ সাইজের বিশাল এক ডিসপ্লে।
★ এই বাজেটেও পেছনে আছে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ সাইজ ও স্পেসিফিকেশন অনুসারে ওজনে অনেক কম।
★ ১৩ মেগাপিক্সেল নচ স্টাইলের সেলফি ক্যামেরা।
★ এই বাজেটেও আপনাকে দিচ্ছে ৫৫০০ এমএইচের বিশাল ব্যাটারি।

Walton N5 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★স্পেসিফিকেশন ও বাজারের অন্য স্মার্টফোনের সাথে তুলনা করলে দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ফোনটির ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। অন্তত মিডিয়াটেক জি সিরিজের ভালো কোন গেমিং প্রসেসর দিতে পারতো।
★ বিশাল ব্যাটারির সাথে অন্তত ২২ ওয়াটের ফাস্ট চার্জার দেয়া উচিৎ ছিল। ভালোমানের ফাস্ট চার্জার না দেয়ার কারনে ফোনট চার্জ করতে অনেক বেশি সময় নিবে।

Walton N5 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ওয়ালটন মোবাইলের ভক্ত আছেন। যারা মিড বাজেটে বিশাল বড় সাইজের কোন স্মার্টফোন খুজছিলেন,তাদের জন্য ওয়াল্টন এন৫ আদর্শ চয়েজ হতে পারে। এছাড়া এই ফোনের সেলফিতে আছে ১৩ মেগাপিক্সেলের দূর্দান্ত ক্যামেরা। যারা বেশিবেশি সেলফি তুলতে পছন্দ করেন তারা Walton N5 ফোনটি কিনতে পারেন।

Walton N5 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা বিশাল বড় সাইজের ডিসপ্লে ফোন পছন্দ করেন না,তারা এটি এড়িয়ে যেতে পারেন। কারন ফোনটির ডিসপ্লে সাইজ অনেক বড়। এছাড়া যারা হ্যাভি গেমার রয়েছেন, তারাও এই ডিভাইসটি এড়িয়ে যেতে পারেন। হ্যাভি গেমারদের জন্য এই ফোনের প্রসেসর উপযুক্ত নয়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post