src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Vivo V21 ফোনের ভালোমন্দ দিক

Vivo V21 ফোনের ভালোমন্দ দিক

Vivo V21 সাম্প্রতি বাজারে এসেছে। ফোনটির দাম ও স্পেসিফিকেশন অনুযায়ী আগের ফোনগুলো থেকে প্রায় অনেকটাই আলাদা। ভিভো বাজারে আগেও অনেক স্মার্টফোন এনেছে কিন্তু এটা ব্যাতিক্রম। আজকে Vivo V21 ফোনটির ভালো ও মন্দ উভয় দিক বিবেচনায় আপনার জন্য ফোনটি কেমন হতে পারে সেগুলা নিয়েই আমাদের আলোচনা।

Vivo V21 ফোনের ভালোমন্দ দিক
Vivo V21 ফোনের ভালোমন্দ দিক

Vivo V21 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ সুপার ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ফাইভজি ফোন।
★ ফোনের সামনের দিকে দুটি ফ্লাশলাইট রয়েছে। রাতে সেলফি তুলতে বা ভিডিও কলে কথা বলতে Vivo V21 সেরা চয়েজ হবে।
★ স্পেসিফিকেশন ও সাইজ অনুযায়ী ওজনে অনেকটাই কম।
★ সেলফিতে পাঞ্চ হোল ক্যামেরা।
★ ভিভো ভি২১ ফোনটিতে আছে ৯০ হার্যের রিফ্রেশ রেট।
★ এই বাজেটেও Vivo V21 দিচ্ছে সুপার এমোলেড ডিসপ্লে প্যানেল।

Vivo V21 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। অন্তত ৪টা ক্যামেরা দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। স্নাপড্রাগনের প্রসেসর দিলে ভালো হতো।

Vivo V21 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ভিভোর ভক্ত আছেন। যারা ফাইভজি ফোন খুঁজছেন। যারা রাতে ভিডিও কলে কথা বলার অভ্যাস আছে,তারা এটি কিনতে পারেন। কারন এই ফোনের সামনের দিকে আছে দুইটি সেলফি ক্যামেরা।

Vivo V21 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা ফাইভজি চাচ্ছেন না,তারা এটি এড়িয়ে যেতে পারেন। কারন ফাইভজির জন্য কিছু স্পেসিফিকেশন বা ফিচার আপনাকে ত্যাগ করতে হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post