বাজারে এসেছে টেকনোর নতুন স্মার্টফোন টেকনো ৭ প্রো। যা বাজেট বিবেচনায় মিড বাজেট কিলার ফোন। এই বাজেটে টেকনো আমাদেরকে যে ডিজাইন ও স্পেসিফিকেশন দিচ্ছে সেটা অবশ্যই প্রশংসার দাবীদার। বাজারে মিড বাজেটে Tecno Spark 7 Pro সেরা কেন? এটাই আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়।
![]() |
Tecno Spark 7 Pro |
এই প্রথম Tecno Spark 7 Pro তাদের স্মার্টফোনে দূর্দান্ত ক্যামেরা ডিজাইনিং সহ প্রাইমারী ক্যামেরা হিসেবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে। টেকনো আগেও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে এনেছিল কিন্তু সেখানে ক্যামেরা ডিজাইনিং এতটা দূর্দান্ত ছিলনা।
টেকনো Tecno Spark 7 Pro ফোনে প্রসেসর হিসেবে দিচ্ছে মিডিয়াটেকের হিলিও জি ৮০ গেমিং প্রসেসর। যারা গেমার আছেন তাদের কথা বিবেচনায় এনেই মূলত টেকনো মিডিয়াটেক হিলিও জি ৮০ প্রসেসর দিয়েছে।
এছাড়া টেকন সেভেন প্রো এই ফোনটিতে থাকছে ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা। যা এই বাজেটে টেকনো এই প্রথম ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধাযুক্ত ফোন আমাদের দিচ্ছে। ফোনে ৯০ হার্যের রিফ্রেশ রেট থাকায় গেমিং করার জন্য একদম উপযুক্ত ফোন হবে।
তাছাড়া ও ফোনটির ক্যামেরা সেটাপ ও চমৎকার। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরায় আনা হয়েছে নতুনত্ব। টেকনো মানেই কম বাজেটে অনেক বেশি ফিচার। তাছাড়া ফোনটিতে আপনি এন্ড্রয়েট ১১ পাচ্ছেন। যা Tecno Spark 7 Pro ফোনটির জন্য পজিটিভ দিক। তাছাড়া বিশাল ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াটের চার্জার। বিশাল র্যাম ও র্যাম ভ্যারিয়েন্টে আপনি স্মার্টফোনটি পাচ্ছেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।