বাজারে এসেছে Tecno 17P নামের টেকনোর নতুন স্মার্টফোন। বাজারে আসার আগেই ব্যাপক হাইপ তৈরি করেছে এই ফোনটি। Tecno 17P ফোনের দাম রাখা হচ্ছে ১৮ হাজার ৯৯০ টাকা। তবে কোন কোন অন অফিশিয়াল শপে এক দেড় হাজার কমেও পাওয়া যাচ্ছে। আসল পন্য নিশ্চিতের জন্য অফিশিয়াল শপ থেকে কেনাই ভালো।
![]() |
Tecno 17p দাম ও ভালোমন্দ রিভিউ |
Tecno 17P ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও মিডিয়াটেকের জি ৮৫ প্রসেসর মূল আকর্ষন হিসেবে থাকবে।
★ সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা পাবেন।
★ স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম।
★ এই বাজেটে টেকনো দিচ্ছে পাঞ্চ হোল ক্যামেরা।
★ এই ফোনে থাকছে ফুল এইচডি বিশাল ডিসপ্লে।
Tecno 17P ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন অনুযায়ী ও বর্তমান বাজার বিবেচনায় দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ ক্যামেরা নিয়ে কিছু বলার সুযোগ নেই তবে প্রসেসর আরেকটু ভালো দেয়া যেত।
★ ব্যাটারি ও চার্জার সেকশনে নজর দেয়া যেতো।
Tecno 17P ফোনটি যাদের কেনা উচিতঃ যারা টেকনোর ফ্যান আছেন। ভালো বাজেটে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট যুক্ত টেকনোর কোন স্মার্টফোন কিনবেন বলে ভাবছিলেন,তারা Tecno 17P কিনে ফেলতে পারেন।
Tecno 17P ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা হ্যাভি গেমার আছেন তাদের জন্য মিডিয়াটেক জি৮৫ প্রসেসর কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে। টুকটাক হালকাপাতলা গেমারদের জন্য এই ফোন পার্ফেক্ট চয়েজ ছিল। এছাড়া যারা বিশাল বড় ডিসপ্লে পছন্দ করেন না। ফোন সারাদিন বেশিরভাগ সময় বাসার বাহিরে পকেটে নিয়ে ঘুরতে হবে,তাদের জন্য বিশাল বড় ডিসপ্লে ভোগান্তিতে ফেলতেও পারে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।