বাজারে টেকনো কেমন ১৭ সিরিজের দুটো ফোন এসেছে। একটি Tecno Camon 17 আরেকটি Tecno Camon 17P স্মার্টফোন। দুটো ফোনের দামে প্রায় এক দেড়হাজার টাকার ব্যাবধান আছে। যদিও অনেকের অভিযোগ আছে টেকনোর আন অফিশিয়াল শপে অফিশিয়াল দামের চেয়ে এক দেড়হাজার কমে স্মার্টফোন কিনতে পারা যায়। তবে আমাদের পরামর্শ যেকোন ফোন অবশ্যই অফিশিয়াল শপ থেকেই কেনা উচিৎ হবে। টেকনো ১৭ ও ১৭পি এই দুটি ফোনের পার্থক্য কি সেটাই আজ আলোচনা করবো।
![]() |
Tecno Camon 17 vs 17p পার্থক্য কি |
টেকনো কেমন ১৭ ফোনটির অফিশিয়াল দাম ১৬ হাজার ৯৯০ টাকা। অপরদিকে টেকনো কেমন ১৭ পি ফোনটির দাম ১৮ হাজার ৯৯০ টাকা। দুটো ফোনের প্রসেসর প্রায় একই। র্যাম রম ভ্যারিয়েন্টেও তেমন পার্থক্য নেই। তবে ক্যামেরা সেকশনে পার্থক্য আছে। Tecno 17 ফোনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর Tecno 17p ফোনটিতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা আছে। টেকনো ১৭ ফোনের পেছনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর টেকনো ১৭পি ফোনে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দুটো ফোনেই ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্ট করবে। দুটোতেই আপনি বিশাল বড় ডিসপ্লে পাচ্ছেন। তবে টেকনো কেমন ১৭ পি তে কিছুটা বিশাল সাইজের ডিসপ্লে পাবেন। দুটোতেই ৫০০০ এমএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধা পাবেন। দুটো ফোনেই এন্ডয়েট ১১ ভার্সনের সাপোর্ট পাচ্ছেন। গেমিং বিবেচনায় দুটোই প্রায় এক। শুধুমাত্র সাইড মাউন্টেইন আর বেক ফিঙ্গারপ্রিন্ট। দ্বিতীয়ত ক্যামেরায় ৪৮ আর ৬৪ মেগাপিক্সেল। শুধুমাত্র পার্থক্য এইটুকুই আছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।