ভারতের বাজারে সাম্প্রতি Samsung M42 5G লাঞ্চ হয়েছে। যার দাম ধরা হয়েছে ভারতীয় রুপিতে ১৯ হাজার ৯৯০ টাকা। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসলে অফিশিয়ালি দাম হতে পারে প্রায় ২৮ থেকে ২৯ হাজার টাকা। বাজারে আসার আগেই জেনে নিন,কি কি থাকবে Samsung M42 ফাইভজিতে। এই ফোনটির ভালো ও মন্দ উভয় দিক জেনে নিন।
![]() |
কেন কিনবেন Samsung M42 5G |
Samsung M42 ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ এই ফোনটিতে থাকছে সুপার ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ টাইটেল দেখেই বুঝতে পেরেছেন,এটি একটি ফাইভজি মোবাইল ফোন।
★ যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেহেতু সুপার এমোলেড ডিসপ্লে প্যানেল তো আছেই।
★ স্পেসিফিকেশন ও সাইজ অনুযায়ী বিবেচনায় নিলে ওজনে অনেক কম।
★ প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্নাপড্রাগন ৭৫০ জি গেমিং প্রসেসর।
★ সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung M42 ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ স্পেসিফিকেশন অনুযায়ী দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে। যেহেতু ফাইভজি দিচ্ছে সেহেতু কিছু স্পেসিফিকেশনে ছাড় দিতেই হবে।
★ পেছনের ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো।
Samsung M42 ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ফাইভজি ফোনের ভক্ত আছেন। যারা নিত্যনৈমিত্তিক যুগের সাথে তাল মিলিয়ে একধাপ এগিয়ে থাকতে চান, তারা এই ফোনটি কিনতে পারেন। এছাড়া যারা ভালো গেমিং ফোন খুঁজছেন,তারাও এটি নিতে পারেন।
Samsung M42 ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা এই বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন আছে এমন ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোন উপযুক্ত নয়। কারন এই ফোনে ফাইভজি সুবিধা দেয়ার কারনে কিছু স্পেসিফিকেশন ত্যাগ করতে হবে। সুতরাং আপনার যদি নেহাত ফাইভজি প্রয়োজন না থাকে তাহলে তাহলে এই ফোন না নেয়াটাই বরং ভালো।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।