src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> কেন কিনবেন Realme C25!

কেন কিনবেন Realme C25!

বাজারে মিড বাজেটে এখনকার সেরা চয়েজ Realme C25 স্মার্টফোন। যা আপনি দুটি ভ্যারিয়েন্টে পাচ্ছেন। একটি ১৩ হাজার ৯৯০(৪/৬৪) আরেকটি ১৪ হাজার ৯৯০(৪/১২৮) ভ্যারিয়েন্টে পাবেন। কেন আপনি Realme C25 কিনবেন। কি আছে Realme C25 ফোনে? কি নেই Realme C25 স্মার্টফোনে,এই সবকিছু নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

কেন কিনবেন Realme C25
কেন কিনবেন Realme C25

Realme C25 মিড বাজেটের দূর্দান্ত একটি স্মার্টফোন। এই বাজেটে রিয়েলমি আপনাকে যা দিচ্ছে তা অনেক স্মার্টফোন ব্রান্ডই আপনাকে দিবেনা। আপনি মাত্র ১৪ হাজার টাকার বাজেট ফোনে পাচ্ছেন ৪৮ মেগাপিক্সেল দূর্দান্ত ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারি, মিডিয়াটেক হিলিও জি৭০ গেমিং প্রসেসর, ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। যা আরো এক বছর আগে কেউ কল্পনাও করেনি।

Realme C25 মিড বাজেটে দূর্দান্ত স্পেসিফিকেশন দেয়াতে কখনোই কৃপনতা করেনা। রিয়েলমি সি ২৫ ফোনটি তারই প্রমান। এছাড়া এই ফোনে রিয়েলমি তাদের ডিজাইনিং করার ক্ষেত্রে নতুনত্ব এনেছে। এছাড়া ফোনটির ৬০০০ এমএইচের ব্যাটারি দিয়ে রেগুলার ব্যাবহারে অনায়াসে দুই থেকে তিনদিন চলে যাবে। এখনকার বাজারে অনেক ব্রান্ড আছে যারা আপনাকে সবকিছু দিবে কিন্তু ফাস্ট চার্জার দিবেনা। Realme C25 আপনাকে দিচ্ছে ১৮ ওয়াটের দূর্দান্ত ফাস্ট চার্জার। যা দিয়ে এই ৬০০০ এমএইচের ব্যাটারি চার্জ করতে সময় লাগবে মাত্র আড়াই ঘন্টা। এছাড়া এই Realme C25 মোবাইলে যে প্রসেসর ব্যাবহার করা হয়েছে,তা দিয়ে আপনি মোটামুটি লেভেলের সব ধরনের গেমিং করতে পারবেন। কারন মিডিয়াটেক জি৭০ একটি গেমিং প্রসেসর।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post