খুব শীঘ্রই শাওমির ফোনে MIUI 13 আপডেট আসতে যাচ্ছে। টেক দুনিয়ায় এটা নিয়ে রীতিমতো গুঞ্জন চলছে। আশা করা যায় MIUI 13 আসলে শাওমির ফোনের অনেক সমস্যার সমাধান পেতে পারেন। যারা MIUI 12 নিয়ে নানান সমস্যায় ভুগছিলেন তাদের জন্য MIUI 13 আসার খবরটি খুশির হতে পারে।
![]() |
MIUI 13 খুব শীঘ্রই আপডেট আসবে |
MIUI 13 আপডেট আসার পর সেসকল সমস্যার সমাধান হতে পারে বলে টেক দুনিয়ায় খবরে শোনা যাচ্ছেঃ
★ ফোন মাঝেমধ্যে কারন ছাড়াই হ্যাং করার সমস্যাটি সমাধান হয়ে যাবে।
★ কোন পেইজ ট্যাব করে রাখলে সেটি অটোমেটিক স্টপ হয়ে যাওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে।
★ MIUI 13 আপডেট আসার পর, ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ ক্ষয় নিয়ে যে অভিযোগ ছিল সেটি সমাধান হয়ে যাবে বলে আশা করা যায়।
★ এম আই ইউ আই ১৩ আপডেট আসলে যারা এতদিন গেমিং করার সময় লেগ পাচ্ছিলেন তারা সমাধান পেয়ে যাবেন।
★ নতুন আপডেট শাওমির সকল ডিভাইসে পাবেন। শাওমি,রেডমি,পকো সহ যেসমস্ত ডিভাইস আপডেট আসার শর্তে ছিলেন,তারা সকলেই পাবেন।
★ MIUI 13 আপডেট আসার ফলে ফোনের ক্যামেরার ছবি নিয়ে যারা অসন্তুষ্ট ছিলেন তাদের সমস্যাটি সমাধান হতে যাচ্ছে বলে আশা করা যায়।
★ এমআইইউআই ১৩ আপডেট আসার পরে যারা ১২ নিয়ে ভোগান্তিতে ছিলেন সবাই সমাধান পাবেন। কারন এমআইইউআই ১২ টেকনিক্যাল সমস্যা ছিল। করোনাকালীন সময় কম সংখ্যক কর্মী নিয়ে তৈরি করা হয়েছিল। তাই আশা করা যায় MIUI 13 সকল সমস্যার সমাধান দিবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।