রেডমির ফোনে খুব শীঘ্রই MIUI 13 আপডেট আসতে যাচ্ছে। রেডমির যে ফোনগুলাতে MIUI 13 আপডেট আসবে সেগুলার তালিকা আজকের আর্টিকেলে দেয়া হলো। আপনার স্মার্টফোনে MIUI 13 আপডেট পাচ্ছেন কিনা সেটি আজই জেনে নিন। নিচের তালিকায় সে সকল ফোনের নাম থাকবে সেই সবগুলাতেই আপডেট পাবেন। কেউ আগে বা কেউ পরে,তবে সবাই পাবেন।
![]() |
MIUI 13 Eligible Redmi Mobile |
Redmi Mobile Phone List Update MIUI 13
★ Redmi Note 8
★ Redmi Note 8T
★ Redmi Note 8pro
★ Redmi 10X 5G
★ Redmi 10X Pro
★ Redmi 10X 4G
★ Redmi Note 9
★ Redmi Note 9S
★ Redmi Note 9Pro
★ Redmi Note 9Pro Max
★ Redmi Note 9 5G
★ Redmi Note 9T
★ Redmi Note 9Pro 5G
★ Redmi Note 9 4G
★ Redmi 9T
★ Redmi 9 Power
★ Redmi 9C
★ Redmi 9 NFC
★ Redmi 9
★ Redmi 9 Prime
★ Redmi 9A
★ Redmi 9AT
★ Redmi 9i
★ Redmi Note 10
★ Redmi Note 10S
★ Redmi Note 10 5G
★ Redmi Note 10Pro
★ Redmi Note 10Pro Max
★ Redmi K20
★ Redmi K20 Pro
★ Redmi K20 Premium
★ Redmi K30
★ Redmi K30 5G
★ Redmi K30 5G Racing
★ Redmi K30i 5G
★ Redmi K30 Pro
★ Redmi K30 Zoom
★ Redmi K30 Ultra
★ Redmi K30S Ultra
★ Redmi K40
★ Redmi K40 Pro
★ Redmi K40 Plus
★ Redmi K40 Gaming
MIUI 13 আপডেট আসার পর স্মার্টফোনে যে পরিবর্তন লক্ষ করা যেতে পারে সেগুলার মধ্যে অন্যতম হলো যাদের ফোনে মাঝেমধ্যে হ্যাং বা লেগিং সমস্যা ছিল সেটি সমাধান পেয়ে যাবেন। এছাড়া ফোনের অতিরিক্ত ব্যাটারি চার্জ ক্ষয় ও ক্যামেরা নিয়ে যে অভিযোগ ছিল সেটার সমাধানও পেয়ে যাবেন। রেডমি অনেকটা সময় নিয়ে MIUI 13 আপডেটের কাজ করেছে। সেহেতু আশা করা যায় এই আপডেটে আপনার স্মার্টফোনের পারফরমেন্সের অনেক উন্নতি হবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।