src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> MIUI 13 Eligible Poco Mobile|| পকোর যে ফোনে MIUI 13 আপডেট আসবে

MIUI 13 Eligible Poco Mobile|| পকোর যে ফোনে MIUI 13 আপডেট আসবে

পকোর ফোনে খুব শীঘ্রই MIUI 13 আপডেট আসতে যাচ্ছে। পকোর যে ফোনগুলাতে  MIUI 13 আপডেট আসবে সেগুলার তালিকা আজকের আর্টিকেলে দেয়া হলো। আপনার স্মার্টফোনে MIUI 13 আপডেট পাচ্ছেন কিনা সেটি আজই জেনে নিন। নিচের তালিকায় সে সকল ফোনের নাম থাকবে সেই সবগুলাতেই আপডেট পাবেন। কেউ আগে বা কেউ পরে,তবে সবাই পাবেন।

MIUI 13 Eligible Poco Mobile
MIUI 13 Eligible Poco Mobile

Poco Mobile Phone List Update MIUI 13

★ Poco F2 Pro
★ Poco F3
★ Poco F3 GT
★ Poco X2
★ Poco X3
★ Poco X3 NFC
★ Poco X3 Pro
★ Poco M2
★ Poco M2 Reloaded
★ Poco M2 Pro
★ Poco M3
★ Poco M3 5G
★ Poco C3
★ Poco Blackshark 3
★ Poco Blackskark 3Pro
★ Poco Blackshark 3s
★ Poco Blackshark 4
★ Poco Blackshark 4Pro

MIUI 13 আপডেট আসার পর স্মার্টফোনে যে পরিবর্তন লক্ষ করা যেতে পারে সেগুলার মধ্যে অন্যতম হলো যাদের ফোনে মাঝেমধ্যে হ্যাং বা লেগিং সমস্যা ছিল সেটি সমাধান পেয়ে যাবেন। এছাড়া ফোনের অতিরিক্ত ব্যাটারি চার্জ ক্ষয় ও ক্যামেরা নিয়ে যে অভিযোগ ছিল সেটার সমাধানও পেয়ে যাবেন। পকো অনেকটা সময় নিয়ে MIUI 13 আপডেটের কাজ করেছে। সেহেতু আশা করা যায় এই আপডেটে আপনার স্মার্টফোনের পারফরমেন্সের অনেক উন্নতি হবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাkদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post