src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ইভ্যালি কিভাবে কমদামে ফোন বিক্রি করে?

ইভ্যালি কিভাবে কমদামে ফোন বিক্রি করে?

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্লাটফ্রম ইভ্যালি। খুব অল্প কয়েকদিনের মাঝে ইভ্যালি আমাদের বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া বেশ কিছু কারনে ইভ্যালি আলোচনার পাশাপাশি সমালোচিত হয়েছে। ইভ্যালি কিভাবে কম দামে মোবাইল বিক্রি করতে পারে,এটা নিয়ে অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। ইভ্যালি কিভাবে কম দামে ফোন বিক্রি করে সেটা নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

ইভ্যালি কিভাবে কমদামে ফোন বিক্রি করে
ইভ্যালি কিভাবে কমদামে ফোন বিক্রি করে

আপনারা জানেন, ইভ্যালির পাশাপাশি আমাদের বাংলাদেশে আরো কিছু অনলাইন প্লাটফর্ম রয়েছে যারা বিভিন্ন সময় অফারে পন্য বিক্রি করে। ইভ্যালি কি শুধু স্মার্টফোনই বিক্রি করে? অবশ্যই না। ইভ্যালি থেকে নিত্যাপ্রয়োজনীয় পন্য অনেকেই কিনে থাকেন। তবে যেহেতু দাম অনেক তফাৎ হয় তাই স্মার্টফোন,টিভি,ফ্রিজ,এসি এইসকল ইলেকট্রনিক সামগ্রী বেশি কিনে থাকে।

এছাড়া ইভ্যালি বিশাল ছাড়ে মোবাইল সহ বিভিন্ন আইটেম বিক্রি করে। যেহেতু আমরা আজ মোবাইল নিয়ে আলোচনা করবো বলেছি। তাই শুধুমাত্র মোবাইল গেজেট আইটেম নিয়েই আলোচনা করবো।
শুরুতেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে। এদের মধ্যে বিকাশ সবচেয়ে বেশি জনপ্রিয়। বিকাশে ক্যাশ আউট চার্জ ১৮ টাকার চেয়ে সামান্য বেশি। নগদে ক্যাশ আউট চার্জ বিজ্ঞাপনমতে ৯ টাকার বেশি। যদিও বাস্তবে আরো বেশি। তবুও নগদের ক্যাশ আউট চার্জ আর বিকাশের ক্যাশ আউট চার্জে অনেক পার্থক্য রয়েছে। এত পার্থক্য থাকার পরেও বিকাশ জনপ্রিয় কেন? আগে বাজারে এসেছে তাই?
মোটেও না। আপনি বিকাশ ব্যাবহার করেন। এখন আপনি যদি আপনার রেফার কোডে নতুন কাউকে বিকাশ একাউন্ট খুলে দেন তাহলে আপনি ১০০ টাকা বোনাস পাবেন। দ্বিতীয়ত যে আপনার কোডে বিকাশে রেজিস্ট্রেশন করবে,সে প্রায় ৭৫ টাকা বোনাস পাবে। এই ১৭৫ টাকা বিকাশ আপনাকে  কিভাবে দিচ্ছে সেই প্রশ্ন কখনো কি জেগেছে?
বিকাশ বিজ্ঞাপনের বাজেট থেকে সেই অর্থ আপনাকে দিচ্ছে। নগদ টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াতে ক্যাশ আউট চার্জা হাজারে ২ টাকা করলেও জনপ্রিয়তা পাবে কিনা সন্দেহ থেকে যায়। যদিনা বিকাশের মতো রেফার বোনাস না দেয়। বিকাশ আপনাকে প্রথমবার জয়েন করার পর যে ৭৫ টাকা বোনাস দেয়। তার মধ্যে ৫০ টাকাই দেয় দুইবার রিচার্জ করার বিপরীতে। মানে তারা আপনাকে দিয়ে মোবাইল রিচার্জে অভ্যস্ত করে ফেলে। চায়নার লোকজন আমাদের দেশের লোকদের ফ্রিতে চা পান করার সুযোধন দিয়েছিল। এখন আমাদের দেশের বেশিরভাগ লোকের দিনে দুই তিনকাপ চা না পান করলে মাথাব্যথা করে।

এবার মূল প্রসঙ্গে আসি, যেকোন অনলাইন বিজনেসে কিছু গোপন নীতি থাকে। আলিবাবা, দারাজের মতো প্রতিষ্ঠান বাজারে শুরুতে যখন এসেছিল তখন ইভ্যালির মতো অফার দিয়েছিল। ধরুন, পকো এক্স থ্রি প্রো বর্তমান বাজার মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। যা অফিশিয়ালি হিসেবে ধরা যায় ৩০ হাজার টাকা। ইভ্যালি এই পকো এক্স থ্রি প্রো ফোনটি প্রায় ২১ হাজার টাকায় বিক্রির অফার করেছে। এখানে প্রায় নয় হাজার টাকার ব্যাবধান। যেকোন অফিশিয়াল ফোনের চেয়ে ভারতীয় ভ্যারিয়েন্টে এখন অনেকটাই ব্যাবধান থাকে। আপনি কি জানেন, ইভ্যালি যদি ভারতীয় ভ্যারিয়েন্ট সরাসরি এনে আমাদের দেশে বিক্রি বিক্রি করে। তাও এই নয় হাজার টাকা কমেই বিক্রি করতে পারবে। আমরা জানি,ইভ্যালি আমাদের অফিশিয়াল ফোনই দিবে। তাহলে কিভাবে এত কম দামে বিক্রি করবে। ইভ্যালি সরাসরি নিজস্ব তত্বাবধানে কোম্পানি থেকে নির্দিষ্ট সংখ্যক ফোন অর্ডার করে আনাবে। যার দাম ভারতীয় দামের চেয়েও কম হবে। তারপর নিজস্ব তত্ত্বাবধানে বা ব্রান্ডের সহায়তায় ফোনকে অফিশিয়াল নিবন্ধন করাবে। এই পুরো প্রক্রিয়ায় ইভ্যালির কোন ক্ষতি হবেনা। যদিও কিছু গচ্ছা যায়, সেটা তাদের বিজ্ঞাপন ব্যায় হিসেবে ধরে নিবে।

এখন এতকিছুর পরেও যদি আপনার বিশ্বাস না হয়,তাহলে অন্যভাবে বলি। ইভ্যালি থেকে কমদামে ফোন অর্ডার করার পর,আপনি আপনার ফেইসবুকে বন্ধুদের জানাবেন। এক বন্ধুর থেকে অন্য আরো কয়েকজন বন্ধু জানবে। আপনি যখন একবার তাদের সাইট থেকে কমদামে পন্য কিনবেন,তখন চাইবেন আরেকবার কিনতে। এইভাবে তাদের সাইটের মার্কেটিং হবে। আপনি যদি টেলিভিশন ও অনলাইন মিডিয়াতে দেখেন, ইভ্যালির বিজ্ঞাপন কিন্তু সীমিত। যেখানে মোবাইল ব্যাংকিং সেবে নগদের প্রচুর বিজ্ঞাপন দেখানো হয়। টেলিভিশন ও পত্রিকায় নগদের যত বিজ্ঞাপন দেখায়,ইভ্যালি তার অর্ধেক বিজ্ঞাপন দেখায়না। তবুও ইভ্যালি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post