src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> বজ্রপাতের সময় ফোন বন্ধ রাখা উচিত?

বজ্রপাতের সময় ফোন বন্ধ রাখা উচিত?

মেঘলা দিনে আকাশে বজ্রপাত হলে অনেকেই ফোন বন্ধ রাখেন। বজ্রপাতের সাথে মোবাইল ফোনের আদৌ কোন সম্পর্ক আছে কিনা সেটা অনেকে না জেনেই বিদুৎ চমকানো দেখে ফোন বন্ধ করে রাখেন। বজ্রপাতের সাথে মোবাইল ফোনের সম্পর্ক কি,বজ্রপাতের সময় ফোন বন্ধ রাখা উচিৎ নাকি খোলা রাখা উচিত এটাই আমাদের আজকের আর্টিকেলে আলোচ্য হবে।

বজ্রপাতের সময় ফোন বন্ধ রাখা উচিত
বজ্রপাতের সময় ফোন বন্ধ রাখা উচিত

আকাশে মেঘ আসলে তখন ক্ষেত্রবিশেষে বজ্রপাত হয়। বজ্রপাত কেন হয় সেই বিষয়ে নাইবা গেলাম। বজ্রপাত দেখে অনেকেই আছেন ফোন বন্ধ করে রেখে দেন। আবার অনেকে আছে বজ্রপাত দেখে ফোন এয়ারপ্লেন মোড করে রেখে দেয়। আসলেই কি বজ্রপাতে ফোন চালু থাকলে সমস্যা হয়?

প্রকৃতপক্ষে আমাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক বজ্রপাতকে টেনে নিয়ে আসে এমন কোন ভিত্তি নেই। বজ্রপাতে ফোন নস্ট হয়ে গিয়েছে এমন উদাহরণ ও নেই। ফোন চার্জে থাকলে সেটা নস্ট হতে পারে। শুধু ফোন নয়, বজ্রপাতে টিভি,লাইট,ফ্যান থেকে শুরু করে প্রায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নস্ট হতে পারে। তবে চার্জে না থেকেও বজ্রপাতে ফোন নস্ট হয়েছে এমন উদাহরণ আজ পর্যন্ত নেই।

এছাড়া অনেকে আছেন বজ্রপাতের সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকেন। বজ্রপাতের সময় ফোনে কথা বলার কারনেই কেবল বজ্রপাত পড়েছে এমন উদাহরণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে,তাহলে এই ভীতি কিভাবে সৃষ্টি হলো?

আমাদের অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো মোবাইল ফোন একটি ডিভাইস। যেহেতু বজ্রপাতের সময় বাসায় টেলিভিশন, ফ্রিজ,পাখা,লাইট চালু রাখার কারনে সেটা নস্ট হয়ে যায় সেই ধারনা থেকেই মোবাইল ফোন নস্ট হয়ে যেতে পারে,এমন ধারনার জন্ম হয়। প্রকৃতপক্ষে বজ্রপাতের সাথে ফোন চালু বা বন্ধ রাখার কোন সম্পর্ক নেই।

অনেকে আবার কারন দাড় করায় যে,বজ্রপাতে ফোন চালু রাখলে নেটওয়ার্কিং সিস্টেমের কারনে সেটিও আমাদের মোবাইল ফোনে আঘাত হানতে পারে। বাস্তবিক অর্থে এই ধারনার সঠিক কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেকেই আছেন বজ্রপাত চলাকালীন ফোন এয়ারপ্লেন মোডে রাখেন,যাতে ফোনের নেটওয়ার্কিং সংযোগ না পায়। বাস্তবে ফোনের নেটওয়ার্ক চালু রাখলে বজ্রপাত পড়বে আর বন্ধ রাখলে পড়বেনা,এমন কোন ভিত্তি নেই।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post