পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা না থাকা বা নানান কারনে অনেকেই স্মার্টফোনের আপডেট দিতে চায়না। মোবাইল ফোনের আপডেট দেয়ার সুবিধা যেমন রয়েছে,ঠিক তেমনি অসুবিধাও আছে। ফোনের আপডেট দেয়ার ফলে যেঅসুবিধাসমূহ হয়,সেটাই আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়।
আমরা বিভিন্ন সময় ফোনে আপডেট আসলে, সেটা আপডেট দিয়ে থাকি। সেই আপডেট কখনো ফোনের জন্য ভালো আবার কখনো সেটা মন্দ। আজকে ফোন আপডেট দেয়ার ফলে, ফোনে যে ভালো দিকের পরিবর্তন আসে,সেটাই আলোচনা করা হবে।
![]() |
ফোন আপডেট দেয়ার অসুবিধা জানুন |
★ ফোনের কোন ইসুৎ নিয়ে যখন কেউ অভিযোগ করে,তখন স্মার্টফোনের সফটওয়্যার ডেভেলপার টিপ সেটি আপডেটের মাধ্যমে ফিক্স করার চেস্টা করে। এই আপডেট দেয়ার ফলেও কিছু কিছু ডিভাইসে সুবিধার পরিবর্তে অসুবিধা হতে পারে।
★ যাদের ফোনে ক্যামেরায় ছবি নিয়ে সন্তুষ্ট নন, স্মার্টফোন প্রতিষ্ঠান বেশিরভাগ সময় আপডেট দিয়ে থাকে ক্যামেরা পারফরমেন্স আপগ্রেড করে। আবার কোন কোন সময় আপডেটের পর ক্যামেরা পারফরমেন্স আগের তুলনায় খারাপ হয়ে যায়।
★ অতিরিক্ত ব্যাটারি ক্ষয় ইসুৎ নিয়ে যারা চিন্তুত, ফোন আপডেট দেয়ার পরে কিছুকিছু ক্ষেত্রবিশেষে ফোনের পারফরমেন্স উন্নতি হয়। তবে বেশিরভাগ অভিযোগ করে,ফোন আপডেট দেয়ার পর ব্যাটারি ড্রেইনিং ইসুৎ বেড়ে যায়।
★ ফোন আপডেট দেয়ার ফলে ফোনের কিছু ফিচারের আপগ্রেডেশন বা সংযোজন করা হয়। আবার কোন কোন সময় আপডেট দেয়ার পর দেখা যায় নতুন কোন ফিচারই যুক্ত হয়নি,উল্টা র্যাম স্পেস নস্ট হয়েছে।
★ মোবাইল ফোন আপডেট দেয়ার কারনে ফোনের র্যাম/রম ম্যানেজমেন্ট সিস্টেমের স্পেস ম্যানেজমেন্ট বৃদ্ধি পায়। দেখবেন,ফোন আপডেট দেয়ার পর ক্ষেত্রবিশেষে স্পেস বেশি দেখাচ্ছে। কারন আপডেট নেয়ার পর পর পুরো ডিভাইস রিস্টার্ট নেয়। উল্টা আবার র্যাম রম স্পেস কিছু নস্ট ও হয়। যাদের র্যাম রম স্পেস কম, তাদের ক্ষেত্রে স্মার্টফোন আপডেট না দেয়াটাই ভালো।
★ মোবাইল ফোন আপডেট দেয়ার অন্যতম সুবিধা হলো কিছু কিছু ক্ষেত্রে ফোন আপডেটের পর ক্যামেরায় নতুন অপশন সংযোজিত হয় বা ক্যামেরা পারফরমেন্সে আপগ্রেডেশন হয়। তবে তা খুব কম ক্ষেত্রেই হয়।
★ ফোন আপডেট নিলে ফোনের যেসকল এপ্লিকেশনে বাগ থাকে সেগুলা ফিক্স করা হয়। আবার অনেক সময় হিতে বিপরীত ও হয়। দেখা যায় বাগ ফিক্স হওয়ার পরিবর্তে উল্টা নতুন বাগ যুক্ত হয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।