নিজের সাধ্যের মধ্যে কম বাজেটে ভালো মোবাইল কিনতে কে না চায়। আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চ স্পেসিফিকেশন দিয়ে সেরা ফোনকেই আপনার দৃষ্টিতে ভালো বাজেট ফোন বলে। বর্তমান স্মার্টফোন বাজারে বাজেট ফোন বলতে বাজেটে সেরা স্পেসিফিকেশন দিয়ে যে ফোন বিক্রি হয় সেটাকে বোঝানো হয়।
![]() |
ভালো বাজেটে ভালো ফোন |
আমরা সবাই চাই, আমার বাজেটের মধ্যে বেশি স্পেসিফিকেশন দিয়ে ফোন পেতে। আপনি যদি টেকনো বা ইনফিনিক্সের ফোনের দিকে দেখেন, তারা আপনাকে অল্প বাজেটে বিশাল বড় সাইজের ফোন দিবে, র্যাম ও রম বেশি দিবে, ব্যাটারি বেশি দিবে, ক্যামেরা সংখ্যায় বেশি দিবে। এখন আপনার দৃষ্টিতে এটাকে ভালো বাজেট ফোন মনে হতে পারে। বাস্তবতা হলো, বিশাল সাইজের ডিসপ্লে দিবে ঠিকই কিন্ত সেটা আইপিএস এলসিডির ডিসপ্লে,ফুল আইচডি প্লাস দিবেনা। বিশাল ব্যাটারি দিবে ঠিকই কিন্তু সেটাকে চার্জ দেয়ার জন্য অন্তত ২২ ওয়াটের ফাস্ট চার্জার দিবেনা। যেটা দিবে সেটা ১০ ওয়াটের নরমাল চার্জার। যা চার্জ দিতে চার ঘন্টা সময় লাগে। আপনাকে বিশাল স্পেসের র্যাম ও রম ঠিকই দিবে কিন্তু স্নাপড্রাগনের ভালো প্রসেসর দিবেনা। সর্বোচ্চ মিডিয়াটেক জি৮০ বা জি৯০ দিবে। এতেকরে র্যাম ও রম বেশি দেয়ার কোন মূল্য রইল না।
ভালো বাজেট ফোন মানে যে ফোনে স্পেসিফিকেশন থাকবে ভালো ও ফোনের পারফরমেন্স হবে দূর্দান্ত। আপনার ক্যামেরা যদি ৬৪ মেগাপিক্সেল হয় আর ফোনের প্রসেসর যদি হয় মিডিয়াটেক তাহলে সেই ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা নামেমাত্র। ভালো ছবির জন্য অবশ্যই স্নাপড্রাগন হলে ভালো ছবি দিবে।
ভালো বাজেট মোবাইলের ব্যাটারি যেমনি ভালো হবে,ঠিক তেমনি ফোনের বক্সে নূন্মতম ১৮ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। এটাই ভালো বাজেট ফোনের বৈশিষ্ট্য। ভালো বাজেট ফোনের ডিসপ্লে অবশ্যই ফুল এইচডি প্লাস হবে বা তার চেয়ে অধিক কোয়ালিটি হবে। বেশি বেশি স্পেসিফিকেশন দেখে বাজারে আসা নতুন ব্রেন্ডের ফোন না কেনাটাই বুদ্ধিমানের কাজ। বাজারে কিছু ব্রান্ড আছে যারা আপনাকে বোকা বানিয়ে ফোন বিক্রির জন্য বসে আছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।