একটা কথা প্রচলন ছিল, বর্তমান যুগ থ্রিজি যুগ। থ্রিজি পেরিয়ে ফোরজি। ফোরজি থেকে এখন ফাইভজি। কিন্তু এখানো বাংলাদেশের অনেক জেলা শহরে টুজি নেটওয়ার্ক ঠিকভাবে পায়না। কথা বলার সময় কল ড্রপ হয়। তাহলে এই থ্রিজি,ফোরজি,ফাইভজির দাম রইল কি? বাংলাদেশে যদি ঠিকভাবে থ্রিজি নেটওয়ার্কিং সিস্টেমে আনা যায় তবেই দেশের মানুষ সন্তুষ্ট। সেখানে থ্রিজি থেকে এখন ফোরজি চলছে কিন্তু এখনো কল ড্রপ হয়।
![]() |
যেকারনে 5G Mobile এখন কেনা উচিৎ নয় |
আমরা অনেকেই ফোন কেনার সময় ফোরজি খুঁজি। বাংলাদেশের এখন বেশিরভাগ জেলা শহরে ফোরজির অধীনে চলে এসেছে। যদিও ইন্টারনেট প্যাক হিসেবে ফোরজির দাম অনেক বেশি। বেশিরভাগ গ্রাহক ফোরজি মোবাইলে থ্রিজি প্যাক ব্যাবহার করে। বেসরকারি এক জরিপে দেখা গিয়েছে ২০২০ সালে স্মার্টফোন বাজারের ৯৫% স্মার্টফোনে ফোরজি সুবিধা ছিল। ২০২০ সালে যতটা ফোরজি স্মার্টফোন বিক্রি হয়েছে, তার ১০% ফোরজি ইন্টারনেট প্যাক ব্যাবহার করেনি। তারমানে ফোন ফোরজি সুবিধার কিন্তু ইন্টারনেট যা কিনেছে থ্রিজি। এখন থ্রিজি ইন্টারনেট কিনলে,বেশি টাকা দিয়ে ফোরজি ফোন কিনে লাভ কি?
এখন বাজারে বেশকিছু ফাইভজি সুবিধা সংবলিত স্মার্টফোন পাওয়া যাচ্ছে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ফাইভজি নেটওয়ার্ক সহজলভ্য হয়নি। তার উপর এক হিসেবে ফোরজি যদি ঠিকভাবে স্পিড দেয়,তাহলে ফোরজি যথেষ্ট। বাজারে যেসমস্ত ফোনে ফাইভজি সুবিধি দেয়া হচ্ছে,সেখানে ফাইভজি দেয়ার কারনে কিছু স্পেসিফিকেশন সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়া ফাইভজি ফোনের দাম ও অনেক বেশি। আপনি যদি ফাইভজি নেটওয়ার্ক এর অধীনস্থ হোন এবং ফাইভজি ইন্টারনেট প্যাক কিনে ব্যাবহার করার সামর্থ্য ও ইচ্ছা থাকে তাহলেই ফাইভজি মোবাইল কিনুন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।