src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Realme 8pro Price and Full Review||রিয়েলমি ৮প্রো দাম ও রিভিউ

Realme 8pro Price and Full Review||রিয়েলমি ৮প্রো দাম ও রিভিউ

সাম্প্রতি বাজারে এসেছে Realme 8pro স্মার্টফোন। ফোনটির দাম ধরা হয়েছে ২৭হাজার ৯৯০ টাকা। যার ৮/১২৮ ভ্যারিয়েন্টে আপনি পাবেন। Realme 8pro ফোনটি বাজারে যে স্পেসিফিকেশন দিয়ে যে বাজেটে এসেছে,তা সত্যিই পয়সা উসুল ফোন বলা যায়। ফোনটি দুইটি কালারে বাজারে পাবেন। রিয়েলমি ৮প্রো ফোনটির ভালো ও মন্দ উভয় দিক আজকে আলোচনা করা হবে। Realme 8pro ফোনটি যারা কিনবেন ভাবছেন বা যারা ইতিমধ্যে কিনেছেন তাদের উভয়ের জন্যই আজকের আর্টিকেল গুরুত্বপূর্ণ হতে পারে।

Realme 8pro Price
Realme 8pro Price and Full Review

Realme 8pro ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনের ডিজাইনিং এককথায় দূর্দান্ত। ফোনের ইন ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ ফোনটি স্পেসিফিকেশন অনুযায়ী ওজনে অনেক কম। ফোনের ওজন মাত্র ১৭৬ গ্রাম।
★ পেছনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রিয়েলমির ক্যামেরা বাজারে প্রচুর সুনাম রয়েছে।
★ ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগন ৭২০জি প্রসেসর।
★ ফোনটিতে আছে সুপার এমোলেড ডিসপ্লে প্যানেল।
★ ফোনটি ব্যাটারি আছে ৪৫০০ এমএইচ। চার্জার হিসেবে আছে ৫০ ওয়াটের চার্জার।

Realme 8pro ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসছেঃ
★ দাম তুলনামূলক অনেক বেশি রাখা হচ্ছে। তবে ব্রান্ড ভ্যালু হিসেবে ঠিক আছে।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। স্নাপড্রাগনের এন্ট্রি লেভেলের প্রসেসর দিলে ভালো ছিল,যদিও এই বাজেটে কেউ এখন পর্যন্ত স্নাপড্রাগনের প্রসেসর দেয়নি।
★ ফোনটিতে ৪৫০০ এমএইচ ব্যাটারি না দিয়ে অন্তত ৫০০০ এমএইচের দেয়া যেত।

Realme 8pro ফোনটি যাদের কেনা উচিতঃ যারা ২৭ হাজার টাকার বাজেটে ভালো কোন ফোন কিনবেন ভাবছেন তাদের জন Realme ৮প্রো পার্ফেক্ট ডিভাইস হবে। এই বাজেটে রিয়েলমি আপনাকে যে স্পেসিফিকেশন দিচ্ছে সেটা পয়সা উসুল বলতে পারেন। তাছাড়া ফোনের সাইজ ৬.৪ ইঞ্চি। যা বর্তমান যুগের কথা বিবেচনা করলে ছোট। ছোট সাইজের ফোন ব্যাবহার করে আপনি কনফোর্ট পাবেন। এছাড়া ফোনটি ওজনেও অনেকটা কম।

Realme 8pro ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা এই বাজেটে আরো বেশি স্পেসিফিকেশন ও বেশি ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য এটি পার্ফেক্ট নয়। তবে আপনি যদি প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা বিবেচনায় নিয়ে এটি কিনেন তাহলে ঠিকঠাক আছে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।


এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post