আমরা যখন কোন ফোন ব্যাবহার করি তখন স্বভাবতই ফোনে হালকাপাতলা ময়লা জমে। মোবাইল ফোনে জমে থাকা ময়লা কিভাবে দূর করা যাবে এই নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চান। যাদের ফোন দেখতে পুরাতনের মতো বা ময়লা জমে আছে তারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
![]() |
ফোনে ময়লা জমলে যেভাবে পরিস্কার করা উচিত |
ফোনের কাভার ব্যাবহারঃ ফোন যদি খুব বেশি পুরাতন মনে হয় তাহলে চাইলে ফোনের নতুন কাভার কিনে লাগাতে পারেন। এছাড়া চাইলে ফোন কেনার পর শুরু থেকেই কাভার ব্যাবহার করতে পারেন।
টিসু পেপার ব্যাবহারঃ পাতলা টিসুৎ দিয়ে ফোনকে প্রতি সপ্তাহে একবার পরিস্কার করে ভালোভাবে মুছতে পারেন। তাতেকরে ফোনে ময়লা জমবেনা।
সেনিটাইজার ব্যাবহারঃ ফোনের মাঝে জমে থাকা দীর্ঘস্থায়ী দাগ তোলার জন্য হ্যান্ড সেনিটাইজার দিয়ে ফোন মুছতে পারেন।
গ্লাস প্রোটেকশন ব্যাবহারঃ ফোন কেনার পরে কোন ভালো গ্লাস প্রোটেকশন বা টেম্পার্ড গ্লাস ব্যাবহার করতে পারেন। যখন ফোন পুরাতন দেখাবে তখন চাইলে টেম্পার্ড গ্লাস পরিবর্তন করে ফেলতে পারবেন।
ফোন ব্যাগ ব্যাবহারঃ অনেকে আছে পকেটে ফোন রাখে। পকেটে ফোন রাখলে ময়লা হবে স্বাভাবিক। ফোন নেয়ার জন্য মানিব্যাগের মতো ব্যাগ পাওয়া যায়। চাইলে সেটি ব্যাবহার করতে পারেন। যদিও অনেকের ব্যাগ সহ ফোন বহন করার মতো সুবিধে থাকেনা।
মনে রাখবেন,ভুলেও ভেজা কাপড় দিয়ে ফোন পরিস্কার করতে যাবেন না। তাতেকরে হীতে বিপরীত হতে পারে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।