src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> DSLR এর মত ক্যামেরা ফোন কোনটি?

DSLR এর মত ক্যামেরা ফোন কোনটি?

ফোন কেনার ক্ষেত্রে আমরা ভালো ক্যামেরা চাই। ভালো ক্যামেরার ফোন অনেকেই চিনিনা। যারা ক্যামেরা বিবেচনায় ফোন কেনার কথা ভাবছেন, তারা অবশ্যই আমাদের আজকের আর্টিকেলটি পড়বেন। আশাকরি ভালো ক্যামেরা চিনে মোবাইল কিনতে পারবেন।

ভালো ক্যামেরা মোবাইলে যে গুনগুলো থাকে তা অবশ্যই জানা থাকা উচিৎ। ভালো ছবি উঠবে এমন ফোনে যে বৈশিষ্ট্যগুলো থাকে,সেগুলো হলোঃ

DSLR এর মত ক্যামেরা ফোন
DSLR এর মত ক্যামেরা ফোন 

মেগাপিক্সেলঃ ভালো ছবি তোলার জন্য সামনের ক্যামেরা অন্তত ১৩ মেগাপিক্সেল হতে হবে। এখনকার যুগে প্রায় বেশিরভাগ ফোনেই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকে। তবে ভালোমানের ফটোগ্রাফি করার জন্য ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা হলে ভালো হয়।

প্রসেসরঃ একটি ফোনের ছবি প্রসেসিং করার জন্য ভালো প্রসেসর প্রয়োজন। ভালো ছবি প্রসেসিং করতে পারবে এমন ফোনের প্রসেসর অবশ্যই স্নাপড্রাগনের প্রসেসর হতে হবে। আপনি যদি ক্যামেরার কথা বিবেচনা করে ফোন কিনেন,তাহলে অবশ্যই স্নাপড্রাগনের প্রসেসর আছে,এমন ফোন কেনার চেস্টা করবেন।

র‍্যাম ও রমঃ প্রকৃতপক্ষে ভালো ছবি তোলার ক্ষেত্রে র‍্যাম বা মেমোরি তেমন একটা ভূমিকা রাখেনা। তবুও রম স্পেস কম থাকলে ফোন এমনিতেই স্লো থাকে। তখন ফোনের ছবির সাইজ কম আসে। তাই ফোন যাতে অন্তত ৩/৩২ ভ্যারিয়েন্ট কেনার চেস্টা করবেন।

ভালো ফোনঃ ডিএসএলআর এর কত ক্যামেরা দেয় এমন ফোন বলতে গেলে আপনি ওয়ানপ্লাস বা ওপ্পোর ফোন কিনতে পারেন। ওপ্পোর ফোনের ক্যামেরা অনেক ভালো দেয়।

ডিসপ্লেঃ ক্যামেরায় ভালো ও দূর্দান্ত ছবির জন্য ডিসপ্লের গুরুত্ব কোন অংশে কম নয়। ভালো ডিসপ্লে বলতে সুপার এমোলেড ডিসপ্লে বুঝি। যদিও বাজারে সুপার এমোলেড ডিসপ্লের অনেক দাম। এছাড়া ফুল আইচডি প্লাস ডিসপ্লে ফোন কিনতে পারেন। মিড বাজেটে ফুল আইডি প্লাস ডিসপ্লে ফোন পাওয়া যায়।  অনেকে এইডি প্লাসকেই ফুল এইচডি প্লাস বলে দেয়,এটা ঠিক নয়।

রিফ্রেশ রেটঃ ফোনের ডিসপ্লের ক্ষেত্রে রিফ্রেশ রেট অনেক গুরুত্বপূর্ণ। আপনার তোলা ছবিটি আপনি ফোনের ডিসপ্লেতেই প্রথমত দেখবেন। এক্ষেত্রে আপনার ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ব্যাটারিঃ কারো কারো মতে ভালো ছবি তোলার জন্য চাই শক্তিশালী ব্যাটারি। এক্ষেত্রে ফোনের ব্যাটারি যাতে পর্যাপ্ত শক্তিশালী হয় সেদিকে একটু হলেও নজর দেয়া দরকার।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post