আগে ফোনে ফেইসবুকের ডার্ক মোড চালু করা যেত,এখন ফোনেও ডার্ক মোড করা যায়। অনেকেই তার প্রয়োজনে ফোনের ডার্ক মোড সিস্টেম অন রাখেন। ফোনকে Dark Mood রাখার সুবিধা কি,এই নিয়েই আমাদের আজকের আলোচনা।
![]() |
ফোনকে Dark Mood রাখার সুবিধা |
ফোনকে ডার্ক মোডে রাখার যেসব সুবিধা আছে সেগুলো এখন আলোচনা করা হলোঃ
★ ফোনকে ডার্ক মুডে রাখলে ফোনের ব্যাটারি চার্জ সেভ হয়। কারন ডার্ক মোডে থাকা অবস্থায় কালার তৈরি হয়না। ফলে ফোনের ব্যাটারি চার্জ কম লাগে।
★ ডার্ক মোডে ফোন রাখার অন্যতম সুবিধা হলো ফোন তুলনামূলক ফাস্ট কাজ করে। যাদের ফোন স্লো বা হ্যাং করার সমস্যায় আছেন তারা যদি ফোনের ডার্ক মুড চালু করে দেন,তাহলে ফোন ফাস্ট কাজ করা শুরু করে দিবে।
★ ফোনে ডার্ক মোড চালু রাখলে চোখের জন্য সেটি উপকারী। ডার্ক মোডে যেহেতু কালো রং উৎপাদন করে সেহেতু দীর্ঘক্ষন ফোন ব্যাবহার করলেও তেমন সমস্যা হয়না।
★ মোবাইল ডার্ক মোডে রাখার কারনে মোবাইলের ডিসপ্লের উপর চাপ কম পড়ে। যারকারনে দীর্ঘদিন ফোন ব্যাবহারের পরেও ডিসপ্লেতে তেমন সমস্যা বা কালার ইসুৎ হয়না।
★ গেমিং করার সময় ফোন ডার্ক মোডে রাখলে অনেকক্ষেত্রে গেমস চালু হতে চায়না। যেগুলা হ্যাভি গেইমস মূলত সেগুলাই ডার্ক মোডে সমস্যা করে। নরমাল গেইমস ডার্ক মুডে চালালে সেটি ব্যাটারি সেভিং করবে।
★ যারা বাচ্চাদের হাতে ফোন দিয়ে রাখেন,তারা যদি ডার্ক মুডে রেখে তারপর ব্যাবহার করে তাহলে চোখের ক্ষতি অনেকাংশে কম হবে।
★ ডার্ক মুডে রেখে ফোন ব্যাবহার করলে ফোন অটোমেটিক ব্যাটারি সেভার মুডে চলে যায়। এতেকরে আপনার ফোনের ব্যাটারি অনেকাংশে সাশ্রয়ী হয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।