src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> হোয়াটসএপ কিভাবে টাকা আয় করে?

হোয়াটসএপ কিভাবে টাকা আয় করে?

হোয়াটসএপ এপ্লিকেশন কিভাবে তাদের আয় করে। এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। ইমুতে ঢুকলেই নানান বিজ্ঞাপন দেয়া শুরু করে। ফেসবুকেও এখন বিজ্ঞাপন দেখায়। ফেসবুক এপ্সেও এখন বিজ্ঞাপন দেখায়। ইউটিউবে তো সেই প্রাচীন কাল থেকেই বিজ্ঞাপন দেখিয়ে আসছে। হোয়াটসএপে কোন বিজ্ঞাপন দেখায় না,তাই অনেকের মনেই প্রশ্ন, তাহলে হোয়াটসএপ কিভাবে আয় করে।

Whatsapp কিভাবে টাকা আয় করে
হোয়াটসএপ কিভাবে টাকা আয় করে

সাম্প্রতি এক তথ্য এসেছে, হোয়াটসএপ গ্রাহকের তথ্য চুরি করে,সেই তথ্য বিক্রি করে আয় করে। আমরা অনেকেই হয়তো হোয়াটসএপের ইতিহাসচলন জানিনা। আপনি জেনে অবাক হবেন, হোয়াটসএপের প্রতিষ্ঠাতা ফেসবুকে চাকরি করতো। একবার সামান্য এক ভুলের কারনে তাকে ফেসবুক থেকে চাকরিচুত করা হয়। তারপর উনি নিজে বাসায় বসে,নিজ চেস্টায় হোয়াটসএপ এপ্লিকেশন তৈরি করে। তারপর সে এপ্লিকেশন কিছুদিন নিজ তত্বাবধানে ব্যাবহার করার পর,সেটি ফেসবুকের প্রতিষ্ঠাতার কাছে বিক্রি করে। আপনি শুনলে অবাক হবেন, হোয়াটসএপ এত চড়া দামে ফেসবুকের কাছে বিক্রি করে যে, হোয়াটসএপের প্রতিষ্ঠাতা যে টাকা বেতনে ফেসবুকে চাকরি করতো, সে যদি ৫০ বছর চাকরি করে,সেই টাকার অংকের দশভাগের একভাগ হবে।

এবার মূল প্রসঙ্গে আসি, হোয়াটসএপ যেহেতু ফেইসবুকেরই প্রতিষ্ঠান। সেহেতু তারা হোয়াটসএপ থেকেই নানা তথ্য নিয়ে ফেসবুককে দেয়। ফেসবুক সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে বিজ্ঞাপন দেখায়। ধরুন, আপনার ফোনের ব্যাটার তিন হাজার এমএইচ,সেটি ৪ ঘন্টা ব্যাবহার করার পরে ব্যাটারি ক্ষয় হয়। আপনি আবারো চার্জে লাগান। তখন হোয়াটসএপ ফেসবুকের কাছে তথ্য দিবে আপনার নতুন ফোন কেনা উচিৎ। তখন আপনি যখন ফেসবুকে যাবেন,তখন আপনাকে নিত্যনতুন মোবাইলের বিজ্ঞাপন দেখাবে।

আবার আপনি আপনার ফোনে নানা গেমস খেলে থাকেন। হোয়াটসএপ আপনার গেইমস খেলা বুঝতে পারবে। আপনি ফেসবুকে গেলে, আপনাকে গেইমস এর বিজ্ঞাপন দেখাবে। আপনিতো গেইমএস ডাউনলোড দেন গুগল প্লে স্টোর থেকে। গুগল আর ফেসবুক তো এক কোম্পানি নয়। আপনি কি গেইমস খেলেন বা খেলেন না, সেটি হোয়াটসএপ ছাড়া জানা সম্ভব নয়।

এখন আবার মনে প্রশ্ন আসতে পারে,কেন ফেসবুক এপ্লিকেশন তো এই তথ্য জেনে নিতে পারে। আসলে ফেসবুক এমনিতেই অনেক কাজ করে। ফেসবুক এপ্লিকেশনকে যদি এই তথ্য চুরির কাজে ব্যাবহার করা হয় তখন দেখা যাবে ফেসবুক ব্যান করে দিচ্ছে। তাই ফেইসবুক এত ঝুঁকিতে যেতে চায়না। তাছাড়া ধারনা করা হচ্ছে খুব শীঘ্রই ফেসবুকেও ইমুর মতো বিজ্ঞাপন সিস্টেম চালু হতে পারে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post