src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> রিয়েলমির চেয়ে শাওমির দাম বেশি কেন?

রিয়েলমির চেয়ে শাওমির দাম বেশি কেন?

শাওমি ও রিয়েলমি নাম দুটো শুনে যেকেউ বলবে প্রায় কাছাকাছি নাম। বাজারে রিয়েলমির ফোনের চেয়ে শাওমির ফোন দাম তুলনামূলক বেশি। শাওমির ফোনের দাম বেশি হওয়ার কি কারন হতে পারে সেটিই আমাদের আলোচ্য বিষয়।

রিয়েলমির চেয়ে শাওমির দাম বেশি কেন
রিয়েলমির চেয়ে শাওমির দাম বেশি কেন

আমরা অনেকেই জানি, সাম্প্রতিক কিছুদিন আগে রিয়েলমি বাংলাদেশে তাদের কারখানে স্থাপন করেছে। যেসকল স্মার্টফোন ব্রান্ডের বাংলাদেশে কারখানা থাকে তারা কিছুটা শুল্ক ছাড় পায়। রিয়েলমি চাইলে রেডমির তুলনায় অনেক কমদামে স্মার্টফোন বিক্রি করতে পারে। শাওমির সাথে তুলনামূলক দাম বিবেচনায় তারাও দাম বেশিই রাখে।

শাওমি তাদের রিসার্চ ও ডেভেলপমেন্টে অনেক টাকা ব্যায় করে। ফলে তাদের এই ব্যায় ফোনের দামের উপর প্রভাহ ফেলে।

আরেকটি কারন, রিয়েলমি যেহেতু ওপ্পোর সাব ব্রান্ড সেহেতু বাজার আসার পরে ওপ্পোর যত সুবিধা আছে সবই তারা ভোগ করছে। ওপ্পোর মার্কেটিং পলিসি,ওপ্পোর গোডাউন থেকে শুরু করে সবকিছুই রিয়েলমি ব্যাবহার করেছে। যারকারনে কমদামে বাজারে ফোন এনে প্রতিযোগিতায় টিকতে পেরেছে। খুব অল্প সময়ে বাজারে জনপ্রিয়তা পেয়েছে।

রিয়েলমির ফোনের স্পেসিফিকেশন বেশি দেয়া স্বত্তেও শাওমির তুলনায় দাম কম রাখতে পারে কারন তাদের উৎপাদন খরচ কম ও তাদের শুল্ক ছাড় পায়। মূলত রিয়েলমি বাংলাদেশে কারখানা স্থাপন করেছে এইকারনে তারা শাওমির চেয়ে কম বাজেটে ভালো স্পেসিফিকেশন ফোন দিতে পারে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post