একটাসময় গেমিং ফোন বলে আলাদাভাবে কোন স্মার্টফোন ছিলনা। এখনকার বাজারে গেমিং করার জন্য আলাদা ফোন নেই। আমাদের ব্যাবহার করার জন্য যে স্মার্টফোন কিনি সেগুলাই গেমিং ফোন হিসেবে পরিচিতি পায়। মোটামুটি ভালো প্রসেসরযুক্ত ফোনগুলাকেই গেমিং ফোন বলা হয়।
![]() |
গেইমস খেলার জন্য রিয়েলমি ফোন কেমন |
এখনকার বাজারে রিয়েলমির বেশকিছু ভালো গেমিং ফোন রয়েছে। কারন রিয়েলমি তাদের ফোনে এখন ভালো প্রসেসর দিচ্ছে। মিড বাজেট থেকে কিছুটা বেশি বাজেট ফোনে রিয়েলমি এখন মিডিয়াটেক জি সিরিজের প্রসেসর দেয়ার চেস্টা করছে। মূলত মিডিয়াটেক জি সিরিজের প্রসেসরকে গেমিং প্রসেসর বলা হয়। রিয়েলমি তাদের বেশিরভাগ স্মার্টফোনে জি সিরিজের প্রসেসর দিয়ে তৈরি করে। এছাড়া গেমিং ফোন হিসেবে স্বীকৃত ফোনগুলো স্নাপড্রাগনের প্রসেসর দিয়ে তৈরি করা। যারা হ্যাভি গেমিং করার জন্য স্মার্টফোন কিনবেন ভাবছেন তারা রিয়েলমির স্নাপড্রাগনে তৈরি প্রসেসর ফোন কেনার চেস্টা করবেন। গেমিং করার জন্য রিয়েলমির স্নাপড্রাগন প্রসেসর ফোন যথেষ্ট ভালো।
মূলত স্নাপড্রাগন প্রসেসর দিয়ে তৈরি করা ফোনগুলো গরম হয় কম। এছাড়া এইসকল ফোনের ডিসপ্লে তুলনামূলক ভালো থাকে। আপনার বাজেট যদি ভালো থাকে, তাহলে অন্তত ৯০ হার্যের রিফ্রেশরেট সাপোর্ট করে এমন ফোন কেনার চেস্টা করবেন। উচ্চ রিফ্রেশরেট সাপোর্ট ফোন গেমিং এর জন্য ভালো হবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।