সিম্ফনি ফোনের সাথে বিশাল ব্যাটারি দেয়া হয়। সেই ব্যাটারি যখন দূর্বল হয়ে পড়ে তখন আমরা চিন্তিত হয়ে পড়ি,কিভাবে ব্যাটারি পরিবর্তন করা যায়। আগেরকার দিনে ফোনের সাথে রিমুভেবল ব্যাটারি দেয়া হতো। এখনকার দিনে প্রায় বেশিরভাগ ফোনের সাথেই নন রিমুভেবল ব্যাটারি দেয়া হয়। ফোনের ব্যাটারি কোথায় ও কিভাবে পরিবর্তন করবো সেটি নিয়েই দেখা দেয় বিভ্রান্তি।
![]() |
সিম্ফনির আসল ব্যাটারি কোথায় পাবো |
আপনার সিম্ফনি ফোনের ব্যাটারি যদি নন রিমুভেবল হয় তাহলে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে ব্যাটারি পরিবর্তন করাটাই শ্রেয়। বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় সিম্ফনি কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে। এছাড়া কাস্টমার কেয়ারে আপনি অর্জিনিয়াল ব্যাটারি পাবেন। পাশাপাশি যেহেতু নন রিমুভেবল ব্যাটারি, সেহেতু ফোন কিভাবে সুবিধামতো খোলা যায় সেটি কাস্টমার কেয়ারে ভালো বুঝবে। আপনি হয়তো একদেরশো টাকা বাঁচানোর জন্য লোকাল দোকাম থেকে ব্যাটারি পরিবর্তন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে প্রথমত আপনি আসল ব্যাটারি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত আপনার ব্যাটারি রিপ্লেসমেন্টে সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই চেস্টা করবেন, যাতে নিকটস্ত কাস্টমার কেয়ার সার্ভিসিং সেন্টারে গিয়ে ব্যাটারি রিপ্লেস করা যায়। এখনকার বাজারে ৫০০০ এমএইচের ব্যাটারির দাম হবে ৮০০-৯০০ টাকা। ৬০০০ এমএইচ ব্যাটারির দাম হবে ১১০০-১২০০ টাকা। ৪০০০ এমএইচ ব্যাটারির দাম হবে ৬০০-৭০০ টাকা। ব্রান্ড ভেদে আমাদের এই প্রাইস রেঞ্জের এদিকওদিক হতে পারে।
এবার জেনে নিই,কখন ব্যাটারি রিপ্লেস করা উচিৎঃ
যখন দেখবেন আপনার ফোনের ব্যাটারি একটানা ২-৩ঘন্টা ব্যাবহারের পরে ৪০% এর নিচে চলে যাচ্ছে,তখন ব্যাটারি রিপ্লেস করানো উচিৎ। এছাড়া যখন আপনার ফোনের বয়স দুই বছর বা তার অধিক হয়েছে তখন ফোনের ব্যাটারি রিপ্লেস করা উচিৎ। সাধারনত যেকোন ভালো ব্রান্ডের ব্যাটারি প্রথম দেড়-দুই বছর ভালো সার্ভিস দেয়। তাই অন্তত দুই বছর না ব্যাবহার করে ব্যাটারি পরিবর্তন করা উচিৎ নয়।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।