src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> বড় ডিসপ্লে ফোন ব্যাবহার করার অসুবিধা

বড় ডিসপ্লে ফোন ব্যাবহার করার অসুবিধা

আমরা অনেকেই আছি বিশাল বড় ডিসপ্লে ওয়ালা ফোন পছন্দ করি। বড় ডিসপ্লে ফোন আমাদের জন্য কতটা অসুবিধা যারা জানিতা তারাই মূলত বড় ডিসপ্লে ফোন কিনতে চাই। আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে আপনি ১২-১৫ হাজার টাকায় একটি ভালো দোয়েল ল্যাপটপ কিনে ফেলতে পারেন। যদি ব্যাবহারের জন্য ফোন কিনেন, তাহলে বড় ডিসপ্লে দেখে ফোন না কেনাটাই শ্রেয়।

বড় ডিসপ্লে ফোন ব্যাবহার করার অসুবিধা
বড় ডিসপ্লে ফোন ব্যাবহার করার অসুবিধা 

একটাসময় ছিল প্রায় বেশিরভাগ ফোন ছিল পাঁচ থেকে সারে পাঁচ ইঞ্চি। এখন এমন এক যুগে এসে দাঁড়িয়েছি যে, বেশিরভাগ ফোন সারে ছয় থেকে সাত ইঞ্চি। মোবাইল ব্রান্ডগুলার দাবী, ফোনের ব্যাটারি এমএইচ বাড়াতে গিয়ে ডিসপ্লের সাইজ বড় করতে হয়েছে। ফোনের সাইজ বড় মানে ডিসপ্লের সাইজ থেকে শুরু করে সবকিছুই বড় দেয়া হচ্ছে।

বড় ডিসপ্লের সাথে বড় বা বেশি এমএইচের ব্যাটারি দেয়া হয় ঠিকই কিন্তু আপনার এই বড় ডিসপ্লে কিন্তু বেশি ব্যাটারি ক্ষয় করে। সেহেতু ডিসপ্লে বড় দিয়ে বেশি ব্যাটারি দিয়ে লাভ তেমন নেই। আগে পাঁচ ইঞ্চির ফোনে দুই থেকে আড়াইহাজার এমএইচের ব্যাটারি দিত। তিন হাজার এমএইচ দিলে তো মহা খুশি। এখনকার দিনে সাড়ে ছয় ইঞ্চি ফোনের সারে চার থেকে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দেয়। যা আগের মতই। বরং এখনকার দিনে যে ডিসপ্লে দেয়া হয় সেখানে সাত হাজার এমএইচের ব্যাটারি দেয়া উচিৎ।

অন্যদিকে আমরা একটি ফোন সারাক্ষন বাসায় নিয়ে বসে থাকিনা। ফোন নিয়ে বাহিরে বের হই। ফোন পকেটে নিয়ে বেড়াতে যাই। তখন সেই ফোন যদি সাইজে বেশি বড় হয়,তখন এটি অনেকের জন্যই সমস্যার কারন হয়ে দাড়ায়। বড় ডিসপ্লে কেনার আগে আমাদের অবশ্যই এই বিষয়টি ভাবা উচিৎ।

বড় ডিসপ্লে ফোনে,যারা দীর্ঘক্ষন চ্যাট করে তাদের জন্য সমস্যার কারন হয়ে দাড়ায়। আপনি যদি ফোনে দ্রুত চ্যাট করতে পছন্দ করেন তাহলে বিশাল বড় ডিসপ্লে ফোন জেনার আগে দ্বিতীয়বার ভাবা উচিৎ।

এখনকার দিনের কিছুকিছু স্মার্টফোন ব্রান্ড তাদের খরচ বাঁচানোর জন্য আপনাকে বিশাল বড় ডিসপ্পে দিবে কিন্তু ড়িসপ্লে কোয়ালিশন দিবে নিন্মমানের। তারা আপনাকে ফুল এইচডি প্লাস না দিয়ে,দিবে এইচডি বা এইচডি প্লাস। ফলে আপনি ভিডিও দেখে প্রকৃত ভিডিও দেখার মজাটা উপভোগ করতে পারবেন না। তাই বড় ডিসপ্লে ফোন কিনলেও দেখে নিবেন, ফুল এইচডি প্লাস কিনা।

বড় ডিসপ্লে ফোনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সাইজমতো গ্লাস প্রোটেকশন পাওয়া যায়না। আপনি যদি বরাবর সারে ছয় ইঞ্চির ফোন কিনেন,তাহলে অনেক গ্লাস প্রোটেকশন পাবেন। যদি এর বেশি বা কম সাইজের কিনেন তাহলে সহজে সেই সাইজের গ্লাস প্রোটেকশন পাবেন না।

বড় ডিসপ্লে ফোনের সাইজ বড় হওয়ায় ছবির কোয়ালিটি ভালো আসার জন্য প্রসেসর অন্তত স্নাপড্রাগন প্রসেসর হওয়া উচিৎ। সারে ছয় ইঞ্চির বেশি বড় ফোনে স্নাপড্রাগনের প্রসেসর না হলে ফোনে সমস্যা দেখা দেয়। যেমন ফোন চালু হতে বেশি সময় নেয়া,এপ্স ওপেনিং সময় নেয়া,ফোন স্লো দেখানো ইত্যাকার ইসুৎ দেখা দেয়।

বিশাল ডিসপ্লে ফোন তাদেরই কেনা উচিৎ যারা সত্যিকার অর্থে বিশাল ডিসপ্লে ফোন ভালোবাসেন। চ্যাট করা, নিয়মিত ব্যাবহার করার ক্ষেত্রে বিশাল ডিসপ্লে অনেক অসুবিধার কারন হয়ে দাড়ায়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post