src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> গেমিং মোবাইল হিসেবে টেকনো কেমন?

গেমিং মোবাইল হিসেবে টেকনো কেমন?

স্মার্টফোন বাজারে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এমন স্মার্টফোনের মধ্যে টেকনো অন্যতম। যারা গেমার আছেন,তারা টেকনো মোবাইল কেনার সময় অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। গেমিং করার বিবেচনায় টেকনো কেমন হবে,এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল লিখা হয়েছে।

গেমিং মোবাইল হিসেবে টেকনো কেমন
গেমিং মোবাইল হিসেবে টেকনো কেমন

আপনারা জানেন, টেকনো মিড বাজেটে দূর্দান্ত স্পেসিফিকেশনে বেশকিছু স্মার্টফোন নিয়ে এসেছে। বর্তমান বাজারে এগারো থেকে ষোল হাজার বাজেটে টেকনোর বেশকিছু স্মার্টফোন আছে।

টেকনো আপনাকে কম বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন দিবে। র‍্যাম ও রম বেশি দিবে। ক্যামেরা সংখ্যায় বেশি দিবে। যদিও যে প্রসেসর দিবে সেটা উচ্চমানের গেমিং করার জন্য যথেষ্ট নয়। আপনি যদি মিড লেভেলের গেমার হোন তখন টেকনো ঠিকঠাক আছে। যদি আপনি পাবজি ও কল অফ ডিওটির মত গেমিং করেন তাহলে টেকনোর ফোনে লেগিং পেতে পারেন। কারন টেকনো এখন পর্যন্ত বাজারে স্নাপড্রাগনের প্রসেসর দিয়ে কোন স্মার্টফোন বের করেনি। এমনকি তাদের কোন মোবাইলে এখন পর্যন্ত ১২০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দেয়নি। ভালো গেমিং করার জন্য ১২০ হার্যের রিফ্রেশ রেট গুরুত্বপূর্ণ।

এছাড়া টেকনো যে স্পেসিফিকেশন দেয় তাতে দৈনন্দিন ব্যাবহারের জন্য টেকনোর মোবাইল পার্ফেক্ট কিন্তু হ্যাভি গেমারদের জন্য তেমন সুবিধাজনক নয়। এছাড়া টেকনো এখন পর্যন্ত এমোলেড বা সুপার এমোলেড ডিসপ্লে দিয়ে ফোন বাজারে আনেনি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা এখানে যেসকল স্পেসিফিকেশন বলেছি, ৯০ হার্য,১২০ হার্য, সুপার এমোলেড এইসকল সুবিধা প্রিমিয়াম বাজেট ফোনে দেয়া হয়। টেকনো মিড বাজেট ফোন। বাজারে ১৫ হাজার বাজেটে আপনি অন্য ব্রেন্ডের স্নাপড্রাগন প্রসেসর দিয়ে স্মার্টফোন পাবেন। ১৫ হাজার বাজেটেও ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন। তাই টুকটাক হালকাপাতলা গেমিং করলে,টেকনো ঠিকঠাক আছে। যদি আপনি হ্যাভি গেমার হোন তখন টেকনো এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post