যাদের বাসায় বাচ্চাকাচ্চা আছে তারা মোবাইল ফোন কেনার আগে শক্তপোক্ত ভালো বিল্ট কোয়ালিটির ফোন খুঁজে থাকি। আপনি যদি শক্তপোক্ত ভালো বিল্ট কোয়ালিটি সম্পন্ন স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই উপযুক্ত।
![]() |
কোন ফোন হাতথেকে পড়লেও ভাঙবেনা |
আপনার গৃহে যদি বাচ্চাকাচ্চা থাকে যারা সারাদিন আপনার ফোন নিয়ে পড়ে থাকে তাহলে অবশ্যই মোটামুটি বাজেটে শক্তপোক্ত ফোন কেনা উচিৎ। ভালো বিল্ট কোয়ালিটি খুঁজে থাকলে আপনি স্যামসাং ব্রান্ডের ফোন কিনতে পারেন। স্যামসাং ফোন তুলনামূলক শক্তপোক্ত থাকে। এছাড়া পাশাপাশি যদি কাভার ও ভালো মানের টেম্পার্ড গ্লাস প্রোটেকশন ব্যাবহার করেন তাহলে তো আরো ভালো।
আপনার বাজেট যদি সল্প থাকে তাহলে আপনি সিম্ফনি মোবাইল ব্রান্ড নিতে পারেন। সিম্ফনি কম বাজেট ফোন হলেও বিল্ট কোয়ালিটি দূর্দান্ত হবে। দশ হাজার বাজেট ফোনে আপনি যথেষ্ট ভালো বিল্ট কোয়ালিটি পাবেন।
সামনে গোরিলা গ্লাস প্রোটেকশন থাকাটা ভালো বিল্ট কোয়ালিটি মার্ক করবে কিন্তু ফোনের পেছনের অংশে গোরিলা গ্লাস প্রোটেকশন থাকলে সেটা ফোনের জন্য ভালো হলেও হাত থেকে পড়লে পেছনের অংশের গ্লাস প্রোটেকশন ফেটে যাবার সম্ভাবনা থাকবে।
তাই ফোন কেনার ক্ষেত্রে যদি ভালো বিল্ট কোয়ালিটি চান তাহলে উভয়পাশে গ্লাস প্রোটেকশন দিচ্ছে এমন স্মার্টফোন এড়িয়ে যেতে পারেন। ফোনের বিল্ট কোয়ালিটির ক্ষেত্রে উভয়পাশে গ্লাস প্রোটেকশন দেখতে ও দামে প্রিমিয়াম হলেও বাচ্চাদের হাতে দিয়ে সেই মোবাইল ব্যাবহার উপযুক্ত নয়।
এছাড়া ফোনের শক্তপোক্ত বিল্ট কোয়ালিটি নিশ্চিত করার লক্ষে অনেকেই ভালো কাভার ব্যাবহার করে থাকে। ভালোমানের রাবারের কাভার আপনার ফোনের বিল্ট শক্তপোক্ত করবে। হাত থেকে পড়লেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কমিয়ে দিবে। তাই যদি শক্তপোক্ত ফোন নাও পান, তখন ভালো বেক কাভার ব্যাবহার করার চেস্টা করবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।