আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে ধনীরা কেন আইফোন ব্যাবহার করে। সাধারণত বেশিরভাগ সেলিব্রেটি আইফোন ব্যাবহার করে। তারা কি তাদের স্টেটাস রক্ষার জন্য আইফোন ব্যাবহার করে নাকি অন্য কোন কারন আছে। আজকের আর্টিকেলে এই বিষয়েই জানার চেস্টা করবো।
![]() |
ধনীরা যেকারনে আইফোন ব্যাবহার করে |
আইফোন শুধুমাত্র একটি ফোন বিক্রি করেনা। আইফোন এক্সপেরিয়েন্স বিক্রি করে। আইফোনে এমন কি আছে যে, এটার দাম এত বেশি রাখা হয়! আইফোন এমনভাবে তৈরি করা হয়,যাতে আপনি আগামী চার পাঁচবছর অনায়াসে চালাতে পারেন। অন্যান্য মোবাইল ব্রান্ডগুলো তাদের ফোন বানানোর সময়, ডিসপ্লে কিনে এক কোম্পানি থেকে,প্রসেসর কিনে আরেক কোম্পানি থেকে, চার্জার কিনে আরেক কোম্পানি থেকে কিন্তু আইফোনে যে যন্ত্রাংশ ব্যাবহার করা হয়,তার সবকিছু তাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়।
আইফোনে তাদের ফোনে যে ক্যামেরা ব্যাবহার করে, সেটি অবশ্যই সেরা ক্যামেরা হবে তা তারা গ্যারান্টি দিতে পারে। আমরা যখন কোন ফোন কেনার কথা ভাবি,তখন দেখি কোন ফোনের ক্যামেরা ভালো তো প্রসেসর ভালোনা। প্রসেসর ভালো তো ডিসপ্লে ভালোনা, ডিসপ্লে ভালো তো ব্যাটারি ভালোনা,ব্যাটারি ভালো তো চার্জার ভালোনা, চার্জার ভালো তো ফোনের ডিজাইনিং ভালোনা কিন্তু শুধুমাত্র আইফোনে আপনাকে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি দেয়ার চেস্টা করবে।
তাই ধনীরা কোনকিছু চিন্তা না করে সরাসরি আইফোন কিনে ফেলে। তাদের আমাদের মতো সময় নেই অনলাইনে মোবাইলেরবাজার ডট কম থেকে সার্চ দিয়ে ফোনের রিভিউ দেখে ফোন কিনবে। তাদের সেই সময় নেই যে,ইউটিউবে গেজেট রিভিউ দেখে যাচাইবাছাই করে ফোন কিনবে। তাই তারা সরাসরি আইফোন কিনে ফেলে। আইফোন তাদের ক্রেতাদের শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা দিতে পারবে যা অন্য কোন ব্রান্ড দিতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ থাকে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।