src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> গেইমস খেলার জন্য স্যামসাং ফোন কেমন?

গেইমস খেলার জন্য স্যামসাং ফোন কেমন?

গেইমস খেলার জন্য স্যামসাং ব্রান্ডের স্মার্টফোন কেমন হতে পারে এই নিয়ে অনেকের মনে সন্দেহ আছে। একটাসময় ছিল যখন স্যামসাং ব্রেন্ডের ফোন নিয়ে অনেকের অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে স্যামসাং তাদের স্মার্টফোনে ব্যাপক উন্নতি করেছে। যারা গেমিং করেন বা গেমিং করার জন্য স্যামসাং ফোন কিনবেন ভাবছেন তাদের জন্য স্যামসাং মোবাইল কেমন হবে সেটিই আজকের আলোচ্য বিষয়।

গেইমস খেলার জন্য স্যামসাং ফোন কেমন
গেইমস খেলার জন্য স্যামসাং ফোন কেমন

কয়েকবছর আগে স্যামসাং ফোনের র‍্যাম ও রম ছিল। সেইকারনে ফোনে মেমোরি স্পেস কম থাকায় ফোন হ্যাং দেখা দিতো। এখনকার দিনের স্যামসাং ফোনে মেমোরি স্পেস বাড়ানোর পাশাপাশি প্রসেসর সেকশনে আপগ্রেডেশন আনা হয়েছে। স্যামসাং এখন দূর্দান্ত প্রসেসর দিয়ে ফোন বাজারে আনছে।

আপনি যদি একজন গেমার হোন তাহলে গেমস খেলার জন্য স্যামসাং ব্রান্ডের স্মার্টফোন বেছে নিতে পারেন। স্যামসাং একটি স্মার্টফোন ব্রান্ডই নয়, স্যামসাং প্রসেসর তৈরি করে,ক্যামেরা সেন্সর তৈরি করে,ডিসপ্লে তৈরি করে। স্যামসাং এক্সিনোসের প্রসেসর দিয়ে ফোন বানায়। এই এক্সিনোস প্রসেসর একটা সময় এসে হ্যাং দিতো। এখনকার দিনের স্যামসাং ফোনেও এক্সিনোসের প্রসেসর দেয়া হয় কিন্তু সেগুলা অনেক আপগ্রেড। স্যামসাং এখন এক্সিনোস ছাড়াও মিডিয়াটেক ও স্নাপড্রাগন প্রসেসর দিয়ে ফোন বানাচ্ছে। তারমানে বাজারের গেমিং ফোনের চাহিদা তারা বুঝতে পেরেছে। স্যামসাং মোবাইলগুলো এখন গেমিং করার জন্য যথেষ্ট উপযুক্ত। আপনি যদি ভালো গেমার হোন তাহলে ২৫-৩০ হাজার টাকা বাজেটের স্যামসাং ফোন কিনতে পারেন। আর যদি এন্ট্রি লেভেলেত গেমার হোন,তাহলে ১৫-২০ হাজার বাজেটের ফোন কিনতে পারেন। স্যামসাং ফোন গেমারদের জন্য এখন উপযুক্ত বলতে পারেন।

এখনকার বাজারে গেমারদের জন্য রিফ্রেশরেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে গেমিং করার জন্য উচ্চ রিফ্রেশরেট সুবিধা দেয় এমন ফোন কিনে থাকে। আপনি যদি উচ্চ লেভেলের গেমার হোন তাহলে রিফ্রেশ রেট আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রিফ্রেশ রেটের ক্ষেত্রে অন্তত ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন স্মার্টফোন চাহিদার শীর্ষে থাকে।

এছাড়া কারো কারো ক্ষেত্রে আবার ডিসপ্লে ফ্যাক্ট হয়ে দাড়ায়। গেমিং করার জন্য ফুল এইচডি প্লাস অথবা সুপার এমোলেড বা এমোলেড ডিসপ্লে প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উচ্চ লেভেলের গেমিং করার প্রকৃত এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য সুপার এমোলেড ডিসপ্লে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post