বাজার থেকে নতুন ফোন বা নতুন মোবাইল কেনার পর কি করবো সেটাই জানিনা। যারা খুব শীঘ্রই নতুন ফোন কিনবেন ভাবছেন বা ইতিমধ্যে আজ নতুন মোবাইল কিনেছেন,তাদের জন্য আজকের আর্টিকেল গুরুত্বপূর্ণ।
![]() |
নতুন ফোন কেনার পর করনীয় |
এখনকার দিনের প্রায় বেশিরভাগ ফোনই মাইক্রো/মেক্রো সিম কার্ড সাপোর্ট করে। আপনার সাথে থাকা পুরাতন সিমটি মাইক্রো/মেক্রো সিস্টেমে বিভক্ত কিনা সেটি নিশ্চিত হয়ে নতুন ফোন কিনতে যাওয়াই ভালো। যদি আপনার সিমটি পুরাতন হয়ে থাকে,তাহলে নিকটস্থ সিম রিপ্লেসমেন্ট সেন্টার থেকে সিমটি রিপ্লেস করে নতুন সিম নিন। এখনকার যুগে প্রায় সব সিমেই মাইক্রো&মেক্রো করা থাকে।
আপনি যদি অফিশিয়াল ফোন কিনেন, এখনকার দিনে প্রায় বেশিরভাগ অফিশিয়াল ফোনের সাথে ইন্টারনেট এমবি প্যাক ফ্রি দেয়। সুতরাং ফোন কেনার পরে,এপ্স ডাউনলোড দেয়া যাবে,পাশাপাশি আগে থেকে ইন বিল্ট এপ্লিকেশনগুলো আপডেট দেয়া যাবে।
নতুন ফোন কেনার ৬-৮ ঘন্টা পর ম্যাসেজ দিয়ে বা অনলাইনে আপনার ফোনটি অফিশিয়াল কিনা যাচাই করে নেয়া উচিৎ। বাংলাদেশে প্রায় সকল অফিশিয়াল ফোনে,অফিশিয়াল ফোন চেক করার নিয়ম বলা থাকে। অনলাইনে "Phone IMIE Cheker" লিখে সার্চ দিলে তথ্য পেয়ে যাবেন। তখন ফোনের আইএমইআই লিখে সার্চ দিলেই ফোনটি অফিশিয়াল কিনা জেনে নিতে পারবেন।
নতুন মোবাইল কেনার পরে যদি গোরিলা গ্লাস প্রোটেকশন না থাকে তাহলে চাইলে নতুন গ্লাস প্রোটেকশন লাগিয়ে নিতে পারেন। যদি লাগাতে না চান, তাহলে মোবাইলের উপরে পাতলা প্লাস্টিকের যে আবরন থাকে,সেটি তুলবেন না।
মোবাইল কেনার পরে ফোনে থাকা অনেক অপ্রয়োজনীয় এপ্লিকেশন থাকে,সেগুলা আন-ইন্সটল করে দিন। সেগুলা আন-ইন্সটল না করলে ফোনটি অধিক চার্জ খরচ করবে।
নতুন ফোন কেনার পরে মিউজিক বাজিয়ে ও কাউকে ফোন দিয়ে কথা বলে স্পিকার যাচাই করে নিবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার পুরাতন ফোনে থাকা নাম্বারগুলো সব গুগল একাউন্টে সেইভ করে নিন। তারপর পুরাতন ফোনে থাকা গুগল একাউন্টটি নতুন ফোনে লগ ইন করুন। নতুন ফোনে লগ ইন করা মাত্রই পুরাতন ফোনের সেইভ থাকা সকল নাম্বার নতুন মোবাইলে চলে আসবে। পাশাপাশি পুরাতন মোবাইলে যদি এসডি কার্ড ব্যাবহার করে থাকেন, সেটি নতুন ফোনে এনে ফেলতে পারেন। অথবা ব্লুটুথ শেয়ারিং দিয়ে সকল ছবি ও ফাইল নতুন ফোনে নিয়ে আসতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।