src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোন চার্জে দিলে গরম হওয়ার সহজ সমাধান

ফোন চার্জে দিলে গরম হওয়ার সহজ সমাধান

আপনার ফোন কি চার্জে লাগালে দ্রুত গরম হয়ে যায়? ফোন অতিরিক্ত গরম হওয়া নিয়ে আপনি চিন্তিত? আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্যই লিখা হয়েছে। বাস্তবিক অর্থে ফোন গরম হবে এটাই স্বাভাবিক। অতিরিক্ত গরম হওয়াটাই ফোনের জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনার ফোনকে চার্জে লাগানো অবস্থায় গরম হওয়ার হাত থেকে রক্ষার জন্য যা যা করনীয় তা আজকে আলোচনা করা হলো।

ফোন চার্জে দিলে গরম হওয়ার সহজ সমাধান
ফোন চার্জে দিলে গরম হওয়ার সহজ সমাধান

চার্জে লাগালে ফোন গরম হয়না,এমন মোবাইল খুঁজে পাওয়া দুস্কর। তবে অতিরিক্ত গরম হওয়াটাই ফোনের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়। ফোন চার্জে দিলে অতিরিক্ত গরম হলে আমাদের করনীয়গুলো একেএকে সমাধান দেয়া হলো।

একঃ ফোন কখনো বালিশের নিচে রেখে চার্জ দিবেন না। ফোন যত দামী বা ভালো প্রসেসরেই হোক না কেন,বালিশের নিচে ফোন রেখে চার্জে দিলে ফোন গরম হবেই।

দুইঃ ফোনে শেয়ার ইট এপ্লিকেশন বা ভিপিএন এপ্লিকেশন বা ভারী কোন এপ্লিকেশন রাখার চেস্টা করবেন না। এগুলা থাকলে ফোন চার্জে দেয়ার সময় অতিরিক্ত গরম হয়।

তিনঃ ডাটা কানেকশন অন রেখে ফোন চার্জে দিবেন না। ডাটা কানেকশন রেখে ফোন চার্জে দিলে গরম হবে,এটা স্বাভাবিক।

চারঃ ফোন সন্ধ্যার পর বা গরম তাপমাত্রা রুমে চার্জ দিবেন না। তাহলে ফোন এমনিতেই গরম হবে।

পাঁচঃ ফোন কখনো কমদামী মাল্টিফ্লাগ থেকে চার্জে দিবেন না। কমদামী মাল্টিফ্লাগে কম ভোল্টেজ পেলে ফোন গরম হয়।

ছয়ঃ গরমকালে ফোন চার্জে দেয়ার সময় ঠান্ডা তাপমাত্রা বা ফ্যানের নিচে চার্জ দেয়ার চেস্টা করবেন।

সাতঃ ফোনের মধ্যে ট্যাব করা এপ্লিকেশন রেখে ফোন চার্জে দিলে অতিরিক্ত গরম হওয়াটাই স্বাভাবিক। কোন পেইজ ট্যাব থাকলে সেগুলা রিফ্রেশ করে চার্জে দিবেন।

আটঃ ফোনে ভারী কাভার বা গ্লাস কাভার ব্যাবহার করবেন না, যদি ফোনটি গরম হওয়ার ইসুৎ থাকে।

নয়ঃ ফোন চার্জ দেয়ার সময় ফোন উপুর করে উল্টিয়ে চার্জে দিবেন। মানে ফোনের ক্যামেরা উপরের দিকে দেখাবে।

দশঃ ফোনে কোন ভারী গেইমস বা লোকেশন অন থাকলে ফোন গরম হতে পারে। এগুলা অফ রেখে ফোন চার্জে দিবেন।

এবার চলুন জেনে নিই, কোনধরনের ফোন গরম হয় ও যাদের ফোন গরম হয়,তাদের ফোনে কি সমস্যা দেখা দিতে পারে।
এখনকার দিনে সাধারণত মিডিয়াটেক প্রসেসর দিয়ে বানানো ফোন বেশিরভাগ ক্ষেত্রেই গরম হয়। মিডিয়াটেকের প্রসেসর ফোন না কিনে সবসময় স্নাপড্রাগনের প্রসেসর আছে এমন ফোন কেনার চেস্টা করবেন। ফোন অতিরিক্ত গরম হওয়ার ফলে প্রথমত ফোনের ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যায়। দ্বিতীয়ত ফোনের ক্যামেরা পারফরমেন্স ও প্রসেসর পারফরমেন্স ড্রপ করে।
তাই ফোন যাতে বেশি গরম না হয়,সেদিকে নজর রাখবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post