src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল সমাধান

ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল সমাধান

মোবাইল ফোন ব্যাবহার করার কয়েকবছর পরে দেখা যায় নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল হয়ে যায়। অনেকেই এই নেটওয়ার্ক সমস্যাকে ফোনের সমস্যা ভেবে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এটি ফোনের অভ্যন্তরীণ কোন সমস্যা নয়। কি কারনে মোবাইলের নেটওয়ার্কিং সিগন্যাল দূর্বল আসে ও এটার সমাধান কি হতে পারে,এই নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল সমাধান
ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল সমাধান

মোবাইল ফোন ব্যাবহারজনিত কারনে অতিরিক্ত গরন হলে ফোনের সিম কার্ডের পিতলে তাপ আটকে থাকে। সিমের পিতল অংশে তাপ আটকে থাকার কারনে অনেকসময় নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল দেখায়। এই সমস্যাটি সমাধান করার জন্য সিমকার্ড খুলে পিতল ধাতব অংশে পানি লাগিয়ে সেটি ভালোভাবে মুছে আবার লাগান। তাহলে সমস্যার সমাধান হতে পারে।

আরেকটি কারনে ফোনের নেটওয়ার্কিং সিগন্যাল দূর্বল দেখায় সেটি হলো ফোনের ভিতরে নেটওয়ার্ক সেটিং যদি অটোমেটিক দেয়া থাকে। ফোনের নেটওয়ার্ক সেটিং অটোমেটিক থেকে ম্যানুয়াল করে দিন। দেখবেন নেটওয়ার্ক ভালো দেখাবে। আবার কোন এলাকায় যদি আপনার ব্যাবহার করা সিমের নেটওয়ার্ক দূর্বল থাকে, তখন মেনুয়েল করে দিলে হিতে বিপরীত হতে পারে।

এছাড়া ফোনের অভ্যন্তরীণ সমস্যার কারনেও নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল থাকে। সেক্ষেত্রে এখনকার বাজারে বেশিরভাগ ফোনেই ডুয়েল সিম সাপোর্ট সিস্টেম থাকে। ডুয়েল সিম সাপোর্ট সিস্টেম থাকলে ফোনের সিম এদিকওদিক করে লাগিয়ে দেখতে পারেন। এদিকওদিক করে লাগিয়ে দেখার পরেও যদি দেখেন নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল আসে,তখন হয় সিমের সমস্যা নয়তো ফোনের সমস্যা। যদি সিমটি অন্য কোন ফোনে লাগানোর পরেও নেটওয়ার্ক সিগন্যাল দূর্বল দেখায় তাহলে ভেবে নিতে হবে সিমের সমস্যা। আর সেই ফোনে অন্য সিম লাগানোর পরেও যদি সিগন্যাল দূর্বল দেখায় তাহলে ধরে নিবেন মোবাইলের সমস্যা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post