src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোন কিনতে যাওয়ার আগে যা জেনে যাওয়া উচিত

ফোন কিনতে যাওয়ার আগে যা জেনে যাওয়া উচিত

আমরা যখন নতুন কোন ফোন কেনার কথা ভাবি,তখন কনফিউশন হয়ে পড়ি। আপনাদের এই কনফিউশন পরিস্থিতি থেকে তোলার জন্যই আমাদের আজকের আর্টিকেল। বাজারে গেলে হরেক রকম মোবাইল ব্রান্ড শপ দেখি। ফোন কিনতে যাবার আগে আমাদের কিছুকিছু বিষয় ভেবেচিন্তে তারপর ফোন কিনতে যাওয়া উচিৎ।

ফোন কিনতে যাওয়ার আগে যা জেনে যাওয়া উচিত
ফোন কিনতে যাওয়ার আগে যা জেনে যাওয়া উচিত 

বাজারে যাওয়ার পরে দেখি, রেডমি,রিয়েলমি,শাওমি,ভিভো,ওপ্পো,সিম্ফনি, টেকনো,শাওমি,ইনফিনিক্স,আইটেল,ওয়ানপ্লাস,নোকিয়া সহ নানা রকম ব্রান্ড। এত এত ব্রান্ড শপের মধ্যে আমার জন্য কোনটি সেরা হবে,সেটি নিয়েই মূলত দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আশাকরি আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনার সেই দ্বিধাদ্বন্দ্ব দূর হবে।

আপনি ফোন কেনার আগে নিজে নিজেকে প্রশ্ন করুন।

★প্রশ্ন একঃ আপনার বাজেট রেঞ্জ কত?
★প্রশ্ন দুইঃ আপনি কিসের জন্য ফোন কিনবেন?
★প্রশ্ন তিনঃ ফোনটি কতদিন ব্যাবহার করবেন?
★প্রশ্ন চারঃ ফোনের স্পেসিফিকেশন বেশি চাচ্ছেন নাকি ভালো ব্রান্ড চাচ্ছেন?
★প্রশ্ন পাঁচঃ ফোনটি থেকে কি সুবিধা পেয়ে চান?

এবার আসি,প্রশ্নের উত্তরে, আপনার বাজেট অনুযায়ী আপনি ব্রান্ড নির্বাচন করা উচিৎ। আমাদের সাইটের উপরের অংশে বাজেট অনুযায়ী ব্রান্ড নাম দেয়া আছে। চাইলে সেটার সাহায্য নিতে পারেন। আপনার বাজেট যদি হয় দশ হাজার বা তার নিচে তাহলে আপনি সিম্ফনি বা ওয়াটনের ফোন নিতে পারেন। আপনার বাজেট যদি হয় দশ থেকে বারো, তাহলে টেকনো বা ইনফিনিক্স নিতে পারেন। আপনার বাজেট যদি হয় বারো থেকে পনেরো তাহলে রিয়েলমি বা পকোর ফোন নিতে পারেন। আপনার বাজেট যদি হয় পনেরো থেকে বিশ তাহলে রিয়েলমি বা শাওমির ফোন নিতে পারেন। আপনার বাজেট যদি হয় বিশ থেকে পঁচিশ তাহলে শাওমি বা স্যামসাং ব্রান্ডের ফোন নিতে পারেন। চাইলে ভিভো বা অপ্পো দেখতে পারেন। আপনার বাজেট যদি হয় পঁচিশ থেকে ত্রিশ তাহলে স্যামসাং বা রেডমির ফোন দেখতে পারেন। বাজেট যদি হয় ত্রিশ থেকে চল্লিশ তাহলে ওপ্পো,স্যামসাং বা রেডমির ফোন দেখতে পারেন। বাজেট যদি হয় চল্লিশ বা তার বেশি তাহলে ওয়ানপ্লাস বা স্যামসাং ব্রান্ডের ফোন দেখতে পারেন।

এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসা যাক। আপনি যদি ক্যামেরার জন্য ফোন কিনতে চান তাহলে আপনি ওয়ানপ্লাসের ফোন দেখতে পারেন। বাজেট কম হলে রিয়েলমি বা রেডমি। ক্যামেরা হিসেব বিবেচনা করলে এই তিনটি ব্রান্ডের যেকোনো একটি সেরা ব্রান্ড হবে।

এবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তরে আসি, আপনি যদি দীর্ঘদিন ব্যাবহারের জন্য ফোন কিনতে চান তাহলে আপনি স্যামসাং ব্রান্ডের ফোন কিনতে পারেন। স্যামসাং ব্রান্ডের ফোন দীর্ঘদিনেও সমস্যা হয়না। বাজেট যদি সল্প হয় তাহলে সিম্ফনি কিনতে পারেন। সিম্ফনির ফোন অনেকদিন ব্যাবহার করা যায়। দীর্ঘদিন ব্যাবহারের জন্য অল্প পরিচিত বাজারে নতুন আসা ব্রান্ডের ফোন এড়িয়ে যাওয়াই ভালো।

এবার আপনার চতুর্থ প্রশ্নের উত্তরে আসা যাক, আপনি যদি ভেবে থাকে ফোনের কোয়ালিটি যাই হোক, আপনি কম বাজেটে বেশি স্পেসিফিকেশন ফোন কিনবেন তাহলে টেকনো বা ইনফিনিক্স ব্রান্ডের ফোন কিনতে পারেন। টেকনো আপনাকে কম বাজেটে অনেক বেশি স্পেসিফিকেশন দিবে। টেকনো,ইনফিনিক্স,আইটেল এই তিনটি একই ব্রান্ড নাম ভিন্ন। আর আপনি যদি কোয়ালিটি দেখে ফোন কেনার কথা ভাবেন, তাহলে শাওমি বা স্যামসাং ব্রান্ডের ফোন কিনতে পারেন। স্যামসাং বাজারে মিড বাজেটে নতুন কিছু ফোন নিয়ে আসছে।

এবার আপনার পঞ্চম ও শেষ প্রশ্নের উত্তরে যাওয়া যাক, আপনি কিসের কথা বিবেচনা করে ফোন কিনবেন এটিও ভাবা উচিৎ। আপনি যদি গেমিং করার কথা বিবেচনা করে ফোন কিনতে চান, তাহলে রেডমি বা রিয়েলমির ফোন কিনতে পারেন। গেমিং বিবেচনায় রেডমি বা রিয়েলমি সেরা চয়েজ হতে পারে। এছাড়া দৈনন্দিন ব্যাবহারে পকো, স্যামসাং, সিম্ফনি, ভিভো ভালো ফোন।

আপনি যখন বাজারে কোন ফোন কিনতে যাবেন ভাবছেন, তার অন্তত একদিন আগে ভালোভাবে বিভিন্ন ফোনের দাম ও রিভিউ দেখে ফোন কিনতে যাওয়া উচিৎ। এছাড়া আরেকটি কাজ করতে পারেন, বাজারে গিয়ে ফোন দেখে আসলেন। দুই থেকে তিনটি শপে গিয়ে আপনার বাজেট রেঞ্জের মধ্যে চার থেকে পাঁচটি ফোন দেখলেন। তারপর বাসায় এসে সেই ফোনগুলার রিভিউ দেখে নিলেন। তাহলেই হলো!!!! তার পরেরদিন দোকানে গিয়ে আপনার পছন্দের ফোনটি কিনে নিয়ে আসলেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post