বাজারে দশ হাজার টাকার কম বাজেটে সিম্ফনি সেরা। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন,গেমিং করার জন্য সিম্ফনির ফোন কেমন হবে! মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের আর্টিকেল।
আপনি যদি গেমার হোন,তাহলে আপনার জন্য সিম্ফনির ফোন কেমন হবে,তা নিয়ে চিন্তিত। একটাসময় ছিল যখন সিম্ফনি গেমিং বিবেচনায় ফোন বানাতোনা। এখনকার বাজারের সাথে তাল মেলাতে গিয়ে সিম্ফনি তাদের প্রসেসর সেকশনে উন্নতি করছে। যার ফলস্বরূপ তারা গেমিং ফোন বানাচ্ছে। সিম্ফনি সাম্প্রতিক সময়ে বেশকিছু গেমিং ফোন বাজারে এনেছে। যদিও সেই ফোনগুলো হ্যাভি গেমারদের জন্য উপযুক্ত নয়। মূলত এন্ট্রি লেভেলের গেমারদের জন্য সিম্ফনি ফোন বের করছে।
![]() |
গেইমস খেলার জন্য সিম্ফনি কেমন |
এখন পর্যন্ত সিম্ফনি যতগুলো স্মার্টফোন বের করেছে,প্রায় সবগুলাতেই সর্বোচ্চ মিডিয়াটেক জি ৩৫ পর্যন্ত প্রসেসর দিয়েছে। মিডিয়াটেকের প্রসেসর হ্যাভি গেমিং করার জন্য উপযুক্ত নয়। অনেকের মতে মিডিয়াটেকের প্রসেসর হিটিং হয়। সেক্ষেত্রে বলা যায় মিডিয়াটেক জি সিরিজের প্রসেসরকে গেমিং প্রসেসর বলা হলেও হ্যাভি গেমিং করার জন্য উপযুক্ত কোন প্রসেসর নয়। তবে আপনি যদি টুকটাক গেমিং করার জন্য ফোন কিনতে চান, তাহলে সিম্ফনির ফোন হতে পারে আপনার সেরা চয়েজ।
এখনকার বাজারে গেমারদের জন্য রিফ্রেশরেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে গেমিং করার জন্য উচ্চ রিফ্রেশরেট সুবিধা দেয় এমন ফোন কিনে থাকে। আপনি যদি উচ্চ লেভেলের গেমার হোন তাহলে রিফ্রেশ রেট আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রিফ্রেশ রেটের ক্ষেত্রে অন্তত ৯০ হার্যের রিফ্রেশ রেট সাপোর্ট করে এমন স্মার্টফোন চাহিদার শীর্ষে থাকে। সিম্ফনির ফোনে এখন পর্যন্ত উচ্চ রিফ্রেশ রেট সুবিধা দেয়নি। তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই সিম্ফনি তাদের ফোনে অন্তত ৯০ হার্যের রিফ্রেশ রেট যুক্ত মোবাইল বাজারে আনবে।
এছাড়া কারো কারো ক্ষেত্রে আবার ডিসপ্লে ফ্যাক্ট হয়ে দাড়ায়। গেমিং করার জন্য ফুল এইচডি প্লাস অথবা সুপার এমোলেড বা এমোলেড ডিসপ্লে প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উচ্চ লেভেলের গেমিং করার প্রকৃত এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য সুপার এমোলেড ডিসপ্লে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সুপার এমোলেড ফোনের বাজেট প্রিমিয়াম হয়। সিম্ফনি এখন পর্যন্ত প্রিমিয়াম বাজেট ফোন মার্কেটে আনেনি।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।