src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> মোবাইলে ফেইসবুক চালানোর সেরা এপ্স কোনটি?

মোবাইলে ফেইসবুক চালানোর সেরা এপ্স কোনটি?

আমরা যারা ফেইসবুক ব্যাবহার করি,তারা ফোনে বিভিন্ন এপ্স দিয়ে ফেইসবুক চালাই। কেউ ফেইসবুকের অফিশিয়াল এপ্স,কেউ ফেসবুক লাইট,আবার কেউ ক্রোম ব্রাউজার,আবার কেউ ইউসি ব্রাউজার,অনেকে আবার শুধুমাত্র ম্যাসেঞ্জারেই সীমাবদ্ধ থাকি। আজকের আর্টিকেলে ফেসবুকের বিভিন্ন এপ্সের কাজ সম্পর্কে জানবো।

মোবাইলে ফেইসবুক চালানোর সেরা এপ্স
মোবাইলে ফেইসবুক চালানোর সেরা এপ্স 

ফেইসবুক অফিশিয়াল এপ্সঃ এটিই ফেসবুকের পক্ষ থেকে প্রথম এপ্স। যা মাধ্যমে ফেসবুকের যাত্রা শুরু হয়। এই এপ্লিকেশন সাইজ তুলনামূলক অনেক বড়। এই এপ্সে ডাটা চার্জ অনেক বেশি যায়। এছাড়া এই এপ্সে ফোনের চার্জ ক্ষয় অধিক হয়। যাদের ফোনের রম দুই জিবি বা তার কম তারা ফোনে ফেসবুক অফিশিয়াল এপ্লিকেশন না রাখাই ভালো। এছাড়া যারা ডাটা কিনে ফেসবুক ব্যাবহার করেন,তারাও এই এপ্স ব্যাবহার না করলেও পারেন। তবে যারা ওয়াইফাই ব্যাবহার করেন এবং ফোনের র‍্যাম রম স্পেস খালি আছে,তারা এটি ব্যাবহার করতে পারেন। ফেসবুক অফিশিয়াল এপ্লিকেশনে আপনি যে এক্সপেরিয়েন্স পাবেন,তা অন্য কোন এপ্সে পাবেন না।

ফেইসবুক ম্যাসেঞ্জারঃ শুধুমাত্র ম্যাসেজ আদানপ্রদান করার জন্যই আমরা ম্যাসেঞ্জার ব্যাবহার করে থাকি। ম্যাসেঞ্জারে ম্যাসেজ আদানপ্রদান একটাসময় ফ্রি ছিল। ছবি ব্যাতিত সকল ম্যাসেজ আদানপ্রদান করা যেত।

ফেইসবুক লাইটঃ ফেসবুক লাইট ফেসবুকের বহুল ব্যাবহৃত এপ্লিকেশন। যারা ফেসবুক ব্যাবহার করে,তাদের বেশিরভাগ এই লাইট এপ্স ব্যাবহার করে থাকে। লাইট এপ্সে ডাটা খরচ কম হয়। এছাড়া এই লাইট এপ্সে ফোনের স্পেস কম লাগে। নানাবিধ কারনে লাইট এপ্লিকেশন ব্যাপক জনপ্রিয়।

ক্রোম ব্রাউজারঃ ক্রোম কোন ফেসবুক এপ্লিকেশন নয়। এটি একটি ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারে অনেকে ফেসবুক ব্যাবহার করে থাকে। ক্রোনে অনেক সুবিধা রয়েছে,যেগুলা আপনি ফেসবুক লাইটে পাবেন না। ক্রোমে আপনি পেইজ,গ্রুপ,আইডির পক্ষ হয়ে আলাদাভাবে লাইক কমেন্ট করতে পারবেন। এছাড়া ক্রোমে আপনি ডেক্সটপ মুডে ব্যাবহার করতে পারবেন। যাদের প্রয়োজন,কেবলমাত্র তারাই ক্রোমে ফেইসবুক ব্যাবহার করে থাকে।

ইউসি ব্রাউজারঃ ফেসবুক লাইট জনপ্রিয় হওয়ার আগ পর্যন্ত ইউসি ব্রাউজার ব্যাপক জনপ্রিয় ছিল। ইউসি ব্রাউজারে খুব অল্প ডাটা প্যাকে ফেসবুক চালানো যেত। পাশাপাশি শুরুর দিকে ইউসিতে ফ্রি ফেসবুক অফার ছিল। ফ্রি ফেসবুক অফার বন্ধ করার পর ইউসি ব্রাউজারের জনপ্রিয়তা কমতে থাকে। এছাড়া ইউসিতে নানা প্রকার নিউজ ও বিজ্ঞাপনের কারনে অনেকেই ইউসি ব্রাউজারের প্রতি বিরক্ত হয়ে ইউসি ব্যাবহার বন্ধ করে দেয়। যার কারনে ইউসি ব্রাউজারের জনপ্রিয়তা কমে যায়।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post