src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ইউটিউবে সেরা টেক রিভিউ চ্যানেল কারা?

ইউটিউবে সেরা টেক রিভিউ চ্যানেল কারা?

কোন নতুন ফোন কেনার আগে আমরা ইউটিউবে টেক রিভিউ ভিডিও দেখে থাকি। বর্তমানে ইউটিউবে অনেক গেজেট রিভিউ চ্যানেল রয়েছেন যেখানে বাজারে আসা নতুন স্মার্টফোন সহ নিত্যনতুন গেজেট আইটেমের রিভিউ করা হয়। আমরা অনেকেই তাদের রিভিউ দেখে নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নিই। ইউটিউবে বিভিন্ন চ্যানেলের রিভিউ করা তথ্যের মধ্যে কিছুকিছু ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। কোন চ্যানেলকে বিশ্বাস করে ফোন কিনবো সেটিই বুঝতে পারিনা। অনেক চ্যানেল আছে যারা পক্ষপাতিত্ব রিভিউ করে। আবার কোন কোন চ্যানেলে স্পেসিফিকেশন ভুল বলে। বাংলাদেশ পেক্ষাপটে সেরা টেক রিভিউ ইউটিউব চ্যানেল রিভিউ নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

ইউটিউবে সেরা টেক রিভিউ চ্যানেল
ইউটিউবে সেরা টেক রিভিউ চ্যানেল 

Android To To Company বাংলাদেশ পেক্ষাপটে বড় একটি গেজেট রিভিউ চ্যানেল। যেটি একাধিক ব্যাক্তির পরিচালনাধীন। এই চ্যানেলে বাজারে আসা প্রায় সব ফোনের নিত্যনৈমিত্তিক রিভিউ করা হয়। আপনি যদি সিম্পলের মধ্যে গর্জিয়াস রিভিউ দেখতে চান,তাহলে তাদের চ্যানেলের রিভিউ দেখতে পারেন। তারা কোনপ্রকার পক্ষপাতিত্ব রিভিউ করে বলে মনে হয়না।

TechSciGuy বাংলাদেশ ও ভারত দুই দেশের জনপ্রিয় টেক রিভিউ চ্যানেল। এই চ্যানেলের সিইও অভ্র রায় নামের এক ভদ্রলোক। অনেক সুন্দর ও সাবলিল বাংলায় টেক রিভিউ করে। উনার কথা বলার ধরন ও সততার কারনে উনি খুব অল্প সময়ে উনার চ্যানেলকে জনপ্রিয় করতে পেরেছেন। যদিও উনি ভারতীয় কিন্তু উনার টেস সাই গাই চ্যানেলের বেশিরভাগ ভক্ত বাংলাদেশি। বাংলা ভাষায় সাবলীলভাবে নিত্যনৈমিত্তিক স্মার্টফোন ও গেজেট আইটেম রিভিউ করে থাকে। এছাড়া টেক বিষয়ক বিভিন্নজন সংবাদ নিয়মিতভাবে দেয়া হয়। যারকারনে উনি খুব দ্রুত চ্যানেলকে জনপ্রিয় করতে পেরেছে। উনি কোন পক্ষপাতী রিভিউ করে বলে মনে হয়না। প্রতিটি কোম্পানির ভালো ও মন্দ উভয় দিক নিয়েই উনি রিভিউ করে থাকে। উনার দেখাদেখি অনেক বাংলাদেশি টেক ইউটিউবার রেগুলার টেক নিউজ দিয়ে থাকে।

Tech To The Point যাকে সংক্ষেপে বলে TTP। বাংলাদেশি টেক রিভিউ ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যতম। তাদের স্টুডিও সেটাপ অনেক সুন্দর। বাজারে আসা অনেক নতুন নতুন গেজেট আইটেমের রিভিউ করা হয়। তবে তাদের রিভিউ নিয়ে কিছুটা সন্দেহ থাকে। কারো কারো মতে তারা কিছুটা পক্ষপাতী রিভিউ করে। আবার কারো মতে তারা যা দেখে তাই রিভিউ করে। তবে ফোন কেনার আগে তাদের রিভিশন চ্যানেল ঘুরে আসতে পারেন।

SamZone বাংলা টেক রিভিউ চ্যানেলগুলোর মধ্যে অন্যতম সেরা চ্যানেল। এই চ্যানেলটিতে বিভিন্ন গেজেট আইটেমের রিভিউ পাবেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে এই চ্যানেলে রেগুলার টেক নিউজ দেয়া শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন মোবাইল এক্সোসরিজের রিভিউ করা হয়। মজার ব্যাপার হলো, বিভিন্ন মোবাইল গেজেট আইটেম বা এক্সোসোরিজ কিভাবে বানাতে হয় এগুলা নিয়ে তাদের আলাদা চ্যানেল আছে। নতুন কোন ফোন কেনার আগে চাইলে SamZone চ্যানেলটি ঘুরে আসতে পারেন। বিভিন্ন বাজেট রেঞ্জে আপনার সেরা চয়েজ কোনটি হতে পারে এই বিষয়েও ভিডিও পাবেন।

Sohag 360 পুরাতন টেক চ্যানেল। যা অনেক আগে থেকেই ইউটিউবে জনপ্রিয়। প্রথম দিকে এই চ্যানেলে ইউটিউব ও এডসেন্স সহ বিভিন্ন বিষয়ে ধারনা দিয়ে ভিডিও তৈরি করা হতো। সাম্প্রতিককালে সোহাগ ৩৬০ চ্যানেলের সিইও সোহাগ ভাই বিভিন্ন গেজেট আইটেম রিভিউ চালু করে। মোটামুটি একটি গেজেট আইটেমের সব বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। যারা গেজেট আইটেম বা নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তারা Sogag360 চ্যানেলে ভরসা করতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post