src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Alaap Apps Review||আলাপ এপ্স নিয়ে যত প্রশ্নোত্তর

Alaap Apps Review||আলাপ এপ্স নিয়ে যত প্রশ্নোত্তর

বাংলাদেশে চলে আসলো অনলাইন কলিং এপ্স আলাপ। এই এপ্সের মাধ্যমে আপনি খুব সহজে কল করতে পারবেন। এপ্স'টি ইন্সটল করলেই পেয়ে যাবেন ১৫ মিনিট বোনাস। যারা আলাপ এপ্স সম্পর্কে জানতে যাচ্ছেন তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল। এপ্সের সুবিধা অসুবিধা ও রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে আইডি ভ্যারিফাই সবকিছুর উত্তর আজ এখানে পেয়ে যাবেন। আশাকরি শেষ পর্যন্ত পড়বেন।

Alaap Apps Review
Alaap Apps Review

কিছুদিন আগে এম্বার আইটির কলিং এপ্স ছিল। তার আগে ছিল ব্রিলিয়ান্ট নামের এপ্স। যা দিয়ে কল করে কথা বলা যেত। আমাদের আজকের আর্টিকেলে প্রশ্নোত্তরের মাধ্যমে Alaap-আলাপ এপ্সের সম্পর্কে সবকিছু জেনে নিবো।

Alaap-আলাপ এপ্সটি কার?
উত্তরঃ আলাপ এপ্স'টি তত্তাবধানে আছে বাংলাদেশ সরকারের বিটিসিএল।

Alaap-আলাপ এপ্স কিভাবে ডাউনলোড দিবো?
উত্তরঃ আপনি গুগল প্লেস্টেরে Alaap এপ্স লিখে সার্চ দিলে প্রথমে যে এপ্লিকেশন আসবে সেটিই আলাপ এপ্স।

Alaap-আলাপ এপ্সে কল রেট কত?
উত্তরঃ যেকোনো অপারেটরে ভ্যাট সহ ৩৫.৫ পয়সা প্রতি মিনিট কলরেট।

Alaap-আলাপ এপ্স টু Alaap-আলাপ কল রেট কি ফ্রি?
উত্তরঃ এপ্স টু এপ্স কলরেট ফ্রি। অনেকটা ফেসবুক ম্যাসেঞ্জারের মতো।

Alaap-আলাপ এপ্স রেজিস্ট্রেশন নিয়ম কি?
উত্তরঃ এপ্স ডাউনলোড করার পরে আপনার ফোন নাম্বার দিবেন। ফোনে ওটিপি কোড এসে ভ্যারিফাই হবে। তারপর বিকাশের মতোই এন আই ডি ভ্যারিফিকেশন করতে হবে। ভোটার আউডির উভয়পাশ ছবি তুলে দিবেন। তারপর নিজের সেলফি তুলবেন। কিছুক্ষনের মধ্যে ভ্যারিফাই হয়ে যাবে।

Alaap-আলাপ এপ্সে ভ্যারিফিকেশন না করলে কথা বলা যাবেনা?
উত্তরঃ আপনি যদি এন আই ডি ভ্যারিফিকেশন না করে তাহলে শুধুমাত্র এপ্স টু এপ্স কথা বলতে পারবেন।

Alaap-আলাপ এপ্সে রিচার্জ করবো কিভাবে?
উত্তরঃ আপনি এপ্স ভ্যারিফিকেশন করার পরে ১৫ টাকা বোনাস পাবেন। তাছাড়া বিকাশ,ডাচ বাংলা বা রকেট বা নগদের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন।

Alaap-আলাপ এপ্স এক ভোটার আইডি দিয়ে এইধিক নাম্বার ভ্যারিফাই করা যায়?
উত্তরঃ এখন পর্যন্ত একই ভোটার আইডিতে একাধিক আলাপ একাউন্ট ভ্যারিফাই করা যাচ্ছে তবে কিছুদিন পর সেটি নাও যেতে পারে। তবে আমাদের মতে একই এন আই ডি দিয়ে একাধিক নাম্বার ভ্যারিফাই না করাই ভালো।

Alaap-আলাপ এপ্স কেন ব্যাবহার করা উচিৎ?
উত্তরঃ প্রথমত কলিং এপ্স আলাপ বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রিত একটি এপ্লিকেশন। দ্বিতীয়ত আপনি এই এপ্সের মাধ্যমে কম খরচে কল করে কথা বলতে পারবেন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, আলাপ এপ্সে কথা বলতে টাকা ও ইন্টারনেট কানেকশন দুটাই লাগে। তাহলে খরচ তো আরো বেশি হয়।
আসলে ইন্টারনেট ডাটা চার্জ অনেক কম। আপনি ২০ মিনিট কথা বললে ২এম্বির চেয়ে কম ডাটা যাবে।

Alaap-আলাপ এপ্সের অসুবিধা কি?
উত্তরঃ কথা বলার ক্ষেত্রে ডাটা চালু রাখতে হয়,এটাই আলাপের অসুবিধা। ফলে ফোনের চার্জ তুলনামূলক বেশি খরচ হবে।

আলাপ এপ্স ভালো নাকি ব্রিলিয়ান্ট এপ্স?
উত্তরঃ আমাদের বাংলাদেশ পেক্ষাপটে অবশ্যই আলাপ এপ্স ভালো হবে।

আলাপ এপ্সে সিকিউরিটি কেমন?
উত্তরঃ যেহেতু বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রনাধীন এপ্লিকেশন সেহেতু সিকিউরিটি ভালো পাবেন।

এপ্স কিভাবে ব্যাবহার করতে হবে বুঝব কিভাবে?
উত্তরঃ আপনি যদি বিকাশ ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে আলাপ এপ্স ব্যাবহার করা আপনার জন্য কঠিন নয়। ডাউনলোড দিলেই সবকিছু বুঝে যাবেন।

Alaap-আলাপ এপ্সের বোনাস কিভাবে ব্যাবহার করবো?
উত্তরঃ এপ্স ডাউনলোড দেয়ার পরে ভ্যারিফাই করলে যে ১৫ টাকা বোনাস দেয়,সেটি আপনি কথা বলে খরচ করতে পারবেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post