আপনার বাসার ওয়াইফাই স্পিড স্লো? ওয়াইফাই স্পিড নিয়ে চিন্তিত? ওয়াইফাই প্রোফাইডরকে সংক্ষেপে বলা হয়, আইএসপি। আপনি যদি ভালো রাউটার কিনতে চান, ওয়াইফাই স্পিড নিয়ে চিন্তিত থাকেন,তাহলে আপনার জন্যই আমাদের আর্টিকেল। ওয়াইফাই স্পিড কেন স্লো কাজ করে, ওয়াইফাই সিগন্যাল কম পাওয়ার কারন, সবকিছুই জানতে পারবেন আমাদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে।
![]() |
Best Wifi Router |
★ ভালো ওয়াইফাই রাউটার কোনটি?
উত্তরঃ বাজারে অনেক দামের ওয়াইফাই রাউটার রয়েছে। ৮০০ টাকা থেকে শুরু করে ৫হাজার টাকায় আপনি রাউটার কিনতে পারেন। রাউটার কেনার সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই,কোন রাউটার ভালো হবে!
আমাদের মতে,ভালো শপ থেকে টিপি লিংকের রাউটার কিনে নিতে পারেন। টিপি লিংকের রাউটার মোটামুটি ভালো। আপনি যদি ১৫০০-১৮০০ টাকা বাজেটে টিপি লিংকের রাউটার নেন,তাহলে ভালো হবে।
★ ওয়াইফাই স্পিড স্লো কেন?
উত্তরঃ আপনার ওয়াইফাই রাউটার অনুযায়ী অনেকসময় স্পিড নির্ভর করে। ওয়াইফাই লাইন নেয়ার সময় খেয়াল রাখবেন, লাইন যেন অপটিক্যাল ফাইভার লাইন হয়। অপটিক্যাল ফাইভারের লাইনের নেট স্পিড ভালো থাকে।
★ রাউটারের কারনে কি নেট স্পিড স্লো হয়?
উত্তরঃ রাউটার যদি নিন্মমানের হয় অন্যদিকে ব্যাবহারকারী বেশি থাকে,তাহলে সেক্ষেত্রে রাউটার হ্যাং দিতে পারে। তখন আপনি নেট স্পিড স্লো পেতে পারেন।
★ ভালো রাউটার চেনার উপায় কি?
উত্তরঃ রাউটার কেনার ক্ষেত্রে নূন্মতম দুই এন্টেনা রাউটার কেনার চেস্টা করবেন। রাউটের স্পিড যাতে ভালো থাকে সেদিকে লক্ষ রাখবেন। আইএসপি প্রোভাইডরের কাছ থেকে কমদামী রাউটার কিনবেন না। নিজে মার্কেটে গিয়ে যাচাইবাছাই করে রাউটার কিনবেন।
★ দামী ও বেশি এন্টেনার রাউটারের সুবিধা কি?
উত্তরঃ আপনার ইন্টারনেট স্পিড যদি অনেক বেশি ভালো থাকে, লাইন স্পিড ৩০ এম্বিপিএসের বেশি থাকে তাহলে আপনি ভালো ব্রান্ডের রাউটার কিনতে পারেন। অনেকসময় দেখা যায় ওয়াইফাই প্রোভাইডর ব্রান্ডের রাউটারের কনফিগারেশন ঠিকভাবে বুঝতে পারেনা। তখন ঝামেলা বাধে। টিপি লিংক বা ডি লিংকের রাউটার অধিক ব্যাবহৃত হওয়ার কারনে সবাই কনফিগারেশন সম্পর্কে ভালোভাবে জানে।
রাউটের ইউজার কতজন আছে সেটা মাঝেমধ্যে চেক করবেন। আশেপাশের মানুষের সাথে আপনার ওয়াইফাই পার্সওয়াড শেয়ার করবেন না। একইসাথে ৬-৮ জনের বেশি ইউজার থাকলে নেট স্লো করবে। ১০ জনের বেশি ইউজার হলে রাউটার হ্যাং করতে পারে। তাই আপনারা কতজন ইন্টারনেট ব্যাবহার করবেন সেই অনুযায়ী রাউটার কিনবেন ও লাইন স্পিড নিবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।