বাজারে কম বাজেটে দারুন স্মার্টফোন নিয়ে আসছে টেকনো। বাজারে আসার পর খুব অল্প সময়ে টেকনো মোবাইল ব্রান্ড জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের ফোনগুলোতে বেশি স্পেসিফিকেশন দেয়া হয় কিন্তু দাম তুলনামূলক কম থাকে। এখন পর্যন্ত বাজারে আসা টেকনোর কোন ফোনে স্নাপড্রাগনের প্রসেসর ব্যাবহার করা হয়নি। কেন,টেকনো তাদের ফোনে স্নাপড্রাগন প্রসেসর ব্যাবহার করেনি, সেই বিষয়েই আমাদের আজকের আর্টিকেল।
![]() |
Tecno Mobile Processor |
টেকনো এখন পর্যন্ত তাদের লাঞ্চ করা কোন মোবাইলে স্নাপড্রাগন প্রসেসর দেয়নি। তাই বলে যে কোনদিন দিবেনা,তা কিন্তু নয়। অদূর ভবিষ্যৎ টেকনোর ফোনে স্নাপড্রাগন দিলেও দিতে পারে। টেকনোর মতো ব্রান্ড তাদের ফোনে স্নাপড্রাগন প্রসেসর দেয়নি কারন তাদের টার্গেট কাস্টমার যা চায়,তারা সেটাই দেয়। টেকনো আমাদের অফার করে বিশাল সাইজের ডিসপ্লে। টেকনো আমাদের অফার করে বিশাল এমএইচের ব্যাটারি। টেকনো আমাদের অফার করে বেশি র্যাম ও রম।
কিন্তু টেকনো আমাদেরকে ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে দেয়না। টেকনো আমাদের ২২ওয়াটের ফাস্ট চার্জার দেয়না। টেকনো আমাদের স্নাপড্রাগনের প্রসেসর দেয়না।
কারন এখনো অনেকের ধারনা, ফোনের র্যাম রম বেশি মানেই, ফোন হ্যাং করবেনা। আসলে র্যাম ও রম বেশি থাকলে হ্যাং করবেনা ঠিক আছে কিন্তু আপনার ফোনে ভালো ছবি তোলার জন্য অবশ্যই স্নাপড্রাগনের প্রসেসর দরকার। একটি ফোনের সামগ্রিক পারফরমেন্স কেমন হবে,সেটি নির্ভর করে সেই ফোনের পারফরমেন্সের উপরে। একটি ফোনের ক্যামেরাএ ছবি ও গেমিং সবকিছু প্রসেসরের উপর নির্ভরশীল হবে।
ফোন কতটা গরম হবে সেটাও প্রসেসরের উপর নির্ভর করে। ফোনের ইন্টারনেট স্পিড কতটা ফাস্ট হবে সেটাও প্রসেসরের উপর নির্ভর করবে। ফোনের সাথে পাঁচ বা ছয় হাজার এমএইচের ব্যাটারি দিলেই সবকিছু যথেষ্ট নয়। তার সাথে অবশ্যই নূন্মতম আঠারো ওয়াটের ফাস্ট চার্জার দেয়া উচিৎ। এদিকেও টেকনো খরচ বাঁচায়। বড় ব্যাটারির জন্য ফাস্ট চার্জার যে কতটা গুরুত্বপূর্ণ যারা নরমার চার্জার ব্যাবহার করে তারা ভুক্তভোগী। বিশাল বড় ডিসপ্লে দেখে ফোন কেনার আগে দেখে নেয়া উচিৎ সেই ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস কিনা। টেকনো বিশাল বড় ডিসপ্লে দেয় ঠিকই কিন্তু ফুল এইচডি প্লাস দেয়না।
কারন, টেকনো কম বাজেটে বেশি স্পেসিফিকেশন দেয়ার চেস্টা করে। আমরা যারা সচেতন তারা অবশ্যই ফোন কেনার আগে, বক্সে ফাস্ট চার্জার আছে কিনা,প্রসেসর স্নাপড্রাগন কিনা, ফুল এইচডি প্লাস ডিসপ্লে কিনা জেনেশুনে ফোন কেনা উচিৎ।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।