src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> স্টোরিও স্পিকার কি?

স্টোরিও স্পিকার কি?

নতুন ফোন কিনতে গেলে বা ফোনের রিভিউ দেখার সময় প্রায়ই একটি কমন কথা শোনা যায় সেটি স্টোরিও স্পিকার। স্টোরিও স্পিকার থাকলে সুবিধা কি,কোন ফোনে স্টোরিং স্পিকার থাকে আজকে সবকিছুই জানার চেস্টা করবো।

Storeo Speeker
Storeo Speker

যেসব ফোনে উপরে ও নিচে দুইটি স্পিকার ছিদ্র থাকে মূলত সেসব ফোনের স্পিকারকে স্টোরিও স্পিকার বলা হয়। বর্তমানে অনেক ভালো মানের ফোনে স্টোরিও স্পিকার সুবিধা দেয়। শাওমি ও রিয়েলমির বেশকিছু ফোনে স্টোরিও স্পিকার সুবিধা দেয়। ফোনে একাধিক স্পিকার ছিদ্র থাকা মানেই স্টোরিং স্পিকার নয়। একাধিক ছিদ্র থাকার পাশাপাশি একাধিক স্পিকার সেটাপ থাকতে হবে।

যেসব ফোনে স্টোরিও স্পিকার থাকে সেসব ফোনের সাউন্ড অনেক সুন্দর আসে। স্পিকারে গান শুনে অন্যরকম মনে হয়। তাছাড়া ফোনের মিউজিক এক্সপেরিয়েন্স অন্যরকম দেয়।

বাজারের অনেক নতুন ব্রান্ড কমদামী ফোনেও স্টোরিও স্পিকার দেয় আবার অনেক বাজেট ফোনেও স্টোরিও স্পিকার দেয়না। ফোনে স্টোরিও স্পিকার দেয়া নির্ভর করে,ব্রান্ডের পছন্দের উপর। পকো এম থ্রি তাদের ফোনে স্টোরিও স্পিকার সুবিধা দিয়েছে। আবার অনেক প্রিমিয়াম বাজেটের ফোনেও স্টোরিও স্পিকার দেয়না।

আপনি যদি বেশি মুভি,গান,ভিডিও দেখেন এবং বাসার বাইরে বন্ধুদের নিয়ে ভিডিও দেখার অভ্যাস থাকে তাহলে স্টোরিও স্পিকার যুক্ত ফোন কিনতে পারেন। এছাড়া যারা মোবাইকে ক্রিকেট বা ফুটবল খেলা দেখে,তাদের জন্য স্টোরিও স্পিকার ফোন পার্ফেক্ট।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post