বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোন। যা স্যামসাং এ সিরিজের এন্ট্রি লেভেলের স্মার্টফোন। Samsung Galaxy A32 ফোনের ভালোমন্দ দিক ও ফোনটি নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সবকিছুই আজকের আর্টিকেলে জানতে পারবেন। যারা ইতিমধ্যে Samsung A32 ফোনটি কিনবেন ভাবছেন বা যারা কিনে ফেলেছেন,উভয়েই আর্টিকেলটি পড়তে পারেন।
★ Samsung Galaxy A32 ফোনের বাংলাদেশি দাম কত হতে পারে?
উত্তরঃ স্যামসাং এই ফোনটি বাংলাদেশি টাকায় দাম হবে প্রায় ২৬ হাজার টাকা।
★ Samsung Galaxy A32 ফোনের র্যাম ও রম কত?
উত্তরঃ Samsung A32 ফোনের র্যাম ও রম ৬/১২৮ জিবি।
![]() |
Samsung A32 Price |
★ Samsung Galaxy A32 ফোনের প্রসেসর কি?
উত্তরঃ স্যামসাং এখানে তাদের এক্সিনোস থেকে বেড়িয়ে এসে মিডিয়াটেক হিলিও জি৮০ প্রসেসর দিচ্ছে। যা গেমিং প্রসেসর।
★ Samsung Galaxy A32 ফোনের ডিসপ্লে কেমন?
উত্তরঃ বরাবরের মতোই স্যামসাং এই ফোনে সুপার এমোলেড ডিসপ্লে দিচ্ছে।
★ Samsung Galaxy A32 ফোনের ব্যাটারি ও চার্জার কেমন?
উত্তরঃ স্যামসাং তাদের এই ফোনে ৫০০০ এমএইচের ব্যাটারির সাথে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে।
★ Samsung Galaxy A32 ফোনের ক্যামেরা সেটাপ কেমন?
উত্তরঃ ফোনটিতে পেছনের ক্যামেরা হিসেবে ৪৮+৮+৫+২ আর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা ডিজাইনিং দূর্দান্ত।
★ Samsung Galaxy A32 ফোনের গেমিং পারফরমেন্স কেমন?
উত্তরঃ যেহেতু এখানে মিডিয়াটেক জি৮০ প্রসেসর দেয়া হচ্ছে সেহেতু গেমিং পারফরমেন্স ভালো দিবে।
★ Samsung Galaxy A32 ফোনের ডিসপ্লে সাইজ কত?
উত্তরঃ Samsung A32 ফোনটি ৬.৫ ইঞ্চি সাইজ।
★ Samsung Galaxy A32 ফোনে কি রিফ্রেশ রেট সুবিধা আছে?
উত্তরঃ এই ফোনে আপনি ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা উপভোগ করতে পারবেন।
★ Samsung Galaxy A32 ফোনের ব্যাটারি বেকাপ কেমন?
উত্তরঃ ৯০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা দিয়েও আপনি অনায়াসে দেড় থেকে দুদিন ব্যাটারি বেকাপ পাবেন।
★ Samsung Galaxy A32 ফোনের নেগেটিভ দিক কি?
উত্তরঃ দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। সামনে পাঞ্চ হোল ক্যামেরা দিলে পারতো,ব্যাটারির চার্জার হিসেবে অন্তত ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দিলে ভালো হতো।
★ Samsung Galaxy A32 ফোনের ভালো দিক কি?
উত্তরঃ এই ফোনের পেছনের ক্যামেরা ডিজাইনিং করার ক্ষেত্রে ব্যাতিক্রমী ডিজাইন আনা হয়েছে। এছাড়া প্রিমিয়াম ফোন যে সুবিধা থাকে,আপনি এই Samsung A32 ফোনে সবই ঠিকঠাক পাবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।