src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Redmi Note 10 QnA||রেডমি নোট ১০ নিয়ে প্রশ্নোত্তর

Redmi Note 10 QnA||রেডমি নোট ১০ নিয়ে প্রশ্নোত্তর

বাজারে আসতে যাচ্ছে শাওমির রেডমি নোট নেট। বাজেট ও স্পেসিফিকেশন বিবেচনার রেডমি নোট নাইনের পর Redmi Note 10 সবার প্রথম পছন্দ হতে পারে। Redmi Note 10 ফোনের দুটি ভ্যারিয়েন্ট এসছে। একটি ৪/৬৪ আরেকটি ৬/১২৮ ভ্যারিয়েন্ট। ভারতের বাজারে ৪/৬৪ প্রায় বারো হাজার টাকা, আর ৬/১২৮ প্রায় ১৪ হাজার টাকা। যা আমাদের বাংলাদেশে অফিশিয়াল আসলে দশ হাজার টাকার ব্যাবধান হবে। কেন বাংলাদেশের বাজারে Redmi Note 10 বেশি হবে,কেন আপনি এই Redmi Note 10 কিনবেন, আর কেনই বা কিনবেন না,সবকিছুই আজকের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জেনে নিন।

Mi Note 10 Price
Redmi Note 10 Price

আমাদের দেশের বাজারে Redmi Note 10 ৪/৬৪ ও ৬/১২৮ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে?
উত্তরঃ আমাদের দেশের বাজারে রেডমি নোট টেন ৪/৬৪ ফোনের দাম হবে প্রায় ২২হাজার টাকা। আর ৬/১২৮ ভ্যারিয়েন্টের দাম হবে প্রায় ২৪-২৫ হাজার টাকা।

Redmi Note 10 ফোনের ব্যাটারি বেকাপ ও চার্জিং সাপোর্ট কেমন দিবে?
উত্তরঃ যেহেতু Redmi Note 10 ফোনে ৫০০০ এমএইচের ব্যাটারি দেয়া হচ্ছে সেহেতু আশাবাদী ব্যাটারি বেকাপ দূর্দান্ত দিবে। তাছাড়া ফোনে ইন বক্স আপনাকে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিবে।

Redmi Note 10 ফোনের প্রসেসর ও গেমিং পারফরমেন্স কেমন দিবে?
উত্তরঃ এই ফোনের প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৭৮ প্রসেসর। যা কোয়ালকমের আপগ্রেড এডিশন। আশাকরা যায় পারফরমেন্স ভালো দিবে।

Redmi Note 10 ফোনের নোট নাইনের সাথে নতুনত্ব কি?
উত্তরঃ এই ফোনের প্রসেসর সেকশনে আপগ্রেডেশন আনা হয়েছে। তাছাড়া Redmi Note 10 ফোনে সুপার এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে।

Redmi Note 10 ফোনের হতাশার যায়গা কোনটা?
উত্তরঃ সুপার এমোলেড ডিসপ্লে দেয়া সত্বেও রেডমি নোট টেনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।

Redmi Note 10 ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন?
উত্তরঃ রেডমি নোট ১০ ফোনের ক্যামেরা পারফরমেন্স এককথায় দূর্দান্ত। পেছনে ৪৮+৮+২+২ মোট চারটি ক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের দূর্দান্ত এক সেলফি ক্যামেরা।

Redmi Note 10 ফোনের বিল্ট কোয়ালিটি কেমন?
উত্তরঃ রেডমি এই ফোনটিতে ডিজাইনিং ও বিল্ট কোয়ালিটিতে প্রচুর আপগ্রেডেশন এনেছে। ডিজাইনিং সেকশনে আছে নতুনত্ব,পাশাপাশি বিল্ট কোয়ালিটি অনেক শক্তপোক্ত।

Redmi Note 10 স্মার্টফোনের গেমিং পারফরমেন্স কেমন?
উত্তরঃ যেহেতু রেডমি নোট টেন ফোনে স্নাপড্রাগনের অত্যাধুনিক প্রসেসর দেয়া হচ্ছে,সেক্ষেত্রে বলা যায় যে,ফোনটির গেমিং পারফরমেন্স তুলনামূলক অনেক ভালো হবে।

বাজেট বিবেচনায় আনলে Redmi Note 10 কেমন?
উত্তরঃ বাজেট ও স্পেসিফিকেশন বিবেচনায় রেডমি নোট টেন দাম বেশি রাখা হচ্ছে।

বাংলাদেশে শাওমির ফোনের দাম বেশি হয় কেন?
উত্তরঃ শাওমি বাংলাদেশে অফিশিয়ালি ফোন লাঞ্চ করে কিন্তু বাংলাদেশে তাদের কোন কারখানা নেয়। যার ফলশ্রুতিতে বড় অংকের কর দিতে হয়। অন্যদিকে রিয়েলমি,ভিভো,অপ্পো,সিম্ফনি, টেকনো তাদের সবার বাংলাদেশে নিজস্ব কারখানা রয়েছে। যার কারনে তারা বেশি স্পেসিফিকেশনে কম বাজেটে ফোন বাজারে আনতে পারে।

এখন আপনি যদি শাওমি বা রেডমি লাভার হয়ে থাকেন। আপনার পছন্দের তালিকায় যদি থাকে নোট সিরিজ। তাহলে Redmi Note 10 ফোনটি কিনতে পারেন। আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post