বাজারে আসতে যাচ্ছে রিয়েলমির নতুন স্মার্টফোন Realme X7 Pro। যা ২০২১ সালে রিয়েলমির আপগ্রেড স্মার্টফোন। রিয়েলমি এক্স সিরিজের ফোন আমাদের দেশের বাজারে অফিশিয়াল এখন পর্যন্ত আসেনি। তবে আপনি চাইলে আন-অফিশিয়াল ডিভাইস হিসেবে কিনতে পারেন। কেন আপনি Realme X7 Pro কিনবেন, Realme X7 Pro ফোনের দাম, ভালোমন্দ সকল দিক নিয়েই আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব লিখা হয়েছে।
![]() |
Realme X7Pro |
★ Realme X7 Pro ফোনের দাম কত?
উত্তরঃ রিয়েলমি এক্স সেভেন প্রো ফোনটির আন-অফিশিয়াল দাম প্রায় ত্রিশ হাজার টাকা। যা ৬/১২৮ ভ্যারিয়েন্টে আপনি পাবেন।
★ Realme X7 Pro কি ফাইভজি সাপোর্ট করবে?
উত্তরঃ হ্যাঁ,রিয়েলমি এক্স সেভেন প্রো ফোনে ফাইভজি সাপোর্ট করবে।
★ Realme X7 Pro ফোনের ব্যাটারি কত?
উত্তরঃ রিয়েলমি এক্স সেভেন প্রো ৪৫০০ এমএইচের দূর্দান্ত ব্যাটারি দেয়া হয়েছে।
★ Realme X7 Pro চার্জার কত ওয়াট?
উত্তরঃ রিয়েলমি এক্স সেভেন প্রো স্মার্টফোনে ৬৫ ওয়াটের এক দূর্দান্ত ফাস্ট চার্জার দেয়া হয়েছে। ৫০ মিনিটে ফুল চার্জ করতে পারবেন।
★ Realme X7 Pro তে কি রিফ্রেশরেট সুবিধা আছে?
উত্তরঃ অবশ্যই। রিয়েলমি এক্স সেভেন প্রো তে আপনি ১২০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা পাবেন।
★ Realme X7 Pro সামনেপিছনে ক্যামেরা কত?
উত্তরঃ রিয়েলমি এক্স ৭ প্রো ফোনের পেছনের ক্যামেরা সেটাপ ৬৪+৮+২+২ আর সামনে আছে ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল দূর্দান্ত সেলফি ক্যামেরা।
★ Realme X7 Pro ফোনের ওজন ও সাইজ কেমন?
উত্তরঃ রিয়েলমি এক্স সেভেন প্রো ফোনের ওজন ১৮৬ গ্রাম। ফোনের সাইজ ৬.৪৩ ইঞ্চি।
★ Realme X7 Pro ফোনের মূল আকর্ষণ কি?
উত্তরঃ সুপার এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রিয়েলমি এক্স সেভেন প্রো ফোনের মূল আকর্ষন।
★ Realme X7 Pro ফোনের প্রসেসর পারফরমেন্স কেমন?
উত্তরঃ রিয়েলমি এই ফোনে দিচ্ছে মিডিয়াটেকের ডায়মনসিটি ১০০০+ প্রসেসর। যার পারফরমেন্স এককথায় দূর্দান্ত।
★ Realme X7 Pro ফোনের ফিঙ্গারপ্রিন্ট কি কি আছে?
উত্তরঃ যেহেতু এই ফোনে সুপার এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, সেহেতু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা পাবেন।
★ Realme X7 Pro গেমিং পারফরমেন্স কেমন?
উত্তরঃ যেহেতু রিয়েলমির এই ফোনে মিডিয়াটেক ডায়মনসিটি ১০০০+ প্রসেসর ব্যাবহার করছে সেহেতু গেমিং পারফরমেন্স দূর্দান্ত হবে বলে আশাবাদী।
★ Realme X7 Pro ফোনটি কারা কিনবেন?
উত্তরঃ আমরা জানি, রিয়েলমির সেরা ক্যামেরা ফিচার দেয়া হয় এক্স সিরিজে। রিয়েলমির এক্স সিরিজ মানেই দূর্দান্ত ক্যামেরা। যারা ক্যামেরাকে প্রাধান্য দিয়ে ফ্লাগশিপ ফোন কেনার কথা ভাবছিলেন,তারা রিয়েলমি এক্স সেভেন প্রো ফোনটি কিনতে পারেন।
★ Realme X7 Pro তো আন অফিশিয়াল, এখন আন অফিশিয়াল কেনা কি ঠিক হবে?
উত্তরঃ আন অফিশিয়াল মানেই অবৈধ। আমাদের নৈতিকতার দিক বিবেচনায় আমরা কখনোই অবৈধ কোনকিছু সমর্থন করতে পারিনা। ২০২১ সালের শুরু থেকে আন-অফিশিয়াল ফোন বন্ধ থাকার কথা থাকলেও বিষয়টি এখনো ঝুলে আছে। যদি রিক্স নিতে চান,তাহলে কিনতে পারেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।