রিয়েলমি সাম্প্রতি বাংলাদেশের বাজারে Realme Narzo 30A ফোনটি নিয়ে এসেছে। এদেশের বাজারে যে দামে ফোনটি এনেছে তা রীতিমত অবিশ্বাস্য। Narzo 30A ফোনের দাম ধরা হয়েছে মাত্র ১২ হাজার ৯৯০ টাকা। যা কিনা ৪/৬৪ ভ্যারিয়েন্টে পাবেন। তবে এক্ষেত্রে আপনি দারাজ থেকে কিনলে অফারে ৪-৫শ টাকা কম পেতে পারতেন। রিয়েলমি খুব শীঘ্রই এদেশের বাজারের মিড বাজেট দখলে নিবে বলে ধারনা করা হচ্ছে। Realme Narzo 30A বাজেট বিবেচনায় যে স্পেসিফিকেশন দিচ্ছে তা রীতিমত অবিশ্বাস্য বলা যায়। কেন আপনি নারজো ৩০ এ কিনবেন আর কেনই আপনি কিনবেন না সেটি জেনে নিন।
![]() |
Realme Narzo 30A |
Realme Narzo 30A ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
★ ফোনের পেছনে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
★ স্পেসিফিকেশন বিবেচনায় নিলে ফোনটি ওজনে অনেক কম।
★ এই বাজেটে আপনি পাচ্ছেন মিডিয়াটেক হিলিও জি৮৫ গেমিং প্রসেসর।
★ Realme Narzo 30A ফোনে আছে ৬০০০ এমএইচের বিশাল ব্যাটারি সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি নিয়ে কোন চিন্তাই করতে হবেনা।
★ ফোনটিতে নাইট মুডে দূর্দান্ত ছবি উঠে,এটি ফোনের একটি আকর্ষণীয় দিক হতে পারে।
Realme Narzo 30A ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আসবেঃ
★ ফোনের ক্যামেরা সেকশনে আরেকটু বেশি দেয়া যেত।
★ প্রসেসর সেকশনে আরেকটু নজর দিলে ভালো হতো। তবে এই বাজেটে কেউ মিডিয়াটেক হিলিও জি৮৫ যথেষ্ট ভালো প্রসেসর।
Realme Narzo 30A ফোনটি যাদের কেনা উচিতঃ যারা মিড বাজেটে কোন ভালো গেমিং ফোন চাচ্ছেন তারা চাইলে রিয়েলমির এই ফোনটি কিনতে পারেন। আমাদের বাংলাদেশের বাজার দাম বিবেচনায় ফোনটি ভ্যালু ফর মানি ডিভাইস।
Realme Narzo 30A ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা স্নাপড্রাগনের প্রসেসর যুক্ত ফোন চাচ্ছেন তারা মিডিয়াটেকের ফোন এড়িয়ে যেতে পারেন। যদিও মিডিয়াটেক প্রসেসর হিসেবেও ফোনটি খারাপ না। তবে হ্যাভি গেমিং করার ক্ষেত্রে ফোনটি গরম হতে পারে,যেহেতু মিডিয়াটেক প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।
এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।