src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Oppo F19 Pro Price Good or Bad Side||ওপ্পো এফ১৭প্রো প্লাস ভালো ও মন্দ দিক

Oppo F19 Pro Price Good or Bad Side||ওপ্পো এফ১৭প্রো প্লাস ভালো ও মন্দ দিক

বাজারে আসতে যাচ্ছে অপ্পোর প্রিমিয়াম বাজেট সেরা ফোন Oppo F19Pro Plus 5G । যা খুব শীঘ্রই বাজারে আসবে। এই ফোনটির ভালো মন্দ উভয় দিক আজ আলোচনা করা হবে। কেন আপনি Oppo F19Pro Plus কিনবেন আর কেনই কিনবেন না সেটিও আজ বুঝতে পারবেন।

Oppo f19
Oppo F19 Pro Price

Oppo F19Pro Plus 5G ফোনটির মূল আকর্ষন হিসেবে যা যা থাকছেঃ
Oppo F19Pro Plus 5G  ফোনে সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। যা প্রিমিয়াম বাজেট ফোনে থাকে।
★ ফোনটিতে থাকছে ৫৫ ওয়াটের ফাস্ট চার্জার। ফোন চার্জ দেয়া নিয়ে আপনাকে কোন চিন্তাই করতে হবেনা।
★ এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা সুপার এমোলেড ডিসপ্লে ফোন ছাড়া থাকেনা।
★ ফোনটি ওজনে অনেক কম। যার ওজন মাত্র ১৭৩ গ্রাম। দেখতেও অনেক স্লিম।
★ এই ফোনে আছে পাঞ্চ হোল ক্যামেরা।
Oppo F19Pro Plus 5G  ফোনে মিডিয়াটেক ডায়মনসিটি ৮০০ প্রসেসর দেয়া হয়েছে। যা ফাইভজি প্রসেসর।

Oppo F19Pro Plus 5G ফোনটির নেগেটিভ দিক বিবেচনায় যেগুলা আছেঃ
★ ফোনের ক্যামেরা আরেকটু বেশি দেয়া যেত। ৪৮ না দিয়ে ৬৪ দিলেও পারতো।
★ ব্যাটারি সেকশনে নজর দেয়া উচিৎ ছিল। ৭০০০ এমএইচের যুগে এসে ৪৩১০ এমএইচ মানানসই না।
★ ফোনের ডিসপ্লেটা আরেকটু বড় দেয়া যেতো।

Oppo F19Pro Plus 5G ফোনটি যাদের কেনা উচিতঃ যারা অপ্পোর ফেন আছে,প্রিমিয়াম বাজেটের দূর্দান্ত ফোন খুঁজছেন তাদের জন্য Oppo F19Pro Plus 5G ফোনটি দূর্দান্ত। যাদের এলাকায় ফাইভজি সাপোর্ট ও ফাইভজি সিম আছে তারা কিনতে পারেন। যারা সুপার এমোলেড ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন খুঁজছেন, তাদের জন্য এটাই সেরা চয়েজ হতে পারে। তাছাড়া ক্যামেরায় ছবি অনেক ভালো। যারা বড় ডিসপ্লে ফোন পছন্দ কম করেন, সবসময় ফোন পকেটে রাখতে হবে,তারা এটি কিনতে পারেন। তাছাড়া এই ফোনের প্রসেসর অনেক ভালো। গেমিং পারফরমেন্স তুলনামূলক ভালো।

Oppo F19Pro Plus 5G ফোনটি যাদের কেনা উচিত নয়ঃ যারা বেশি ব্যাটারি বেকাপ চান, বাজেট কম। তারা অন্য অপশন দেখতে পারেন। এই ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী দাম বেশি। যেহেতু ফাইভজি তাই দাম বেশি রাখা হচ্ছে কিন্তু আমাদের সবার সিম ও নেটওয়ার্ক সাপোর্ট তো ফাইভজি পাচ্ছিনা। যারা বিশাল ডিসপ্লে ফোন পছন্দ করেন,তারা এটি এড়িয়ে যেতে পারেন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত আরো অজানা তথ্য জানতে পারবেন।


এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট। যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট,আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন ওয়েবসাইট মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত হয়ে থাকে। তবে যখন কোন স্মার্টফোন ব্রান্ড বা প্রতিষ্ঠান আমাদেরকে রিভিউ ইউনিট দিয়ে থাকে, তখন সেইসকল রিভিউ শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

Previous Post Next Post