বর্তমান সময়ে এসে প্রায় সবাই চায় ঘরে বসে আয় করতে। আসলেই কি ঘরে বসে আয় করা যায়? ঘরে বসে আয় করার জন্য আমাদের কি কি দক্ষতা থাকা লাগবে? যারা বাসায় বসে আয় করতে চাচ্ছেন বা অনেক উপায় খুঁজছেন কিন্তু পাচ্ছেন না,তারা আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন।
![]() |
ঘরে বসে আয় করার সেরা দশ উপায় |
আমাদের ফেসবুক পেইজে যেহেতু মোবাইল গেজেট আইটেম নিয়ে রিভিউ দেয়া হয়। অনেকেই প্রশ্ন করেন, মোবাইল দিয়ে কিভাবে বাসায় বসে আয় করা যাবে। এই প্রশ্ন আমরা অনেক পেয়েছি। আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো এখন পর্যন্ত পেয়েছি সবগুলো প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দেয়া হবে।
★ মোবাইল দিয়ে ঘরে বসে আয় করা যায়?
উত্তরঃ আপনার যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি ঘরে বসে ফোন দিয়েই আয় করতে পারেন।
★ ঘরে বসে কিভাবে আয় করে?
উত্তরঃ অনেকে আছে ফেসবুকে ভিডিও দিয়ে আয় করে। আবার অনেকে ইউটিউবে ভিডিও দিয়ে আয় করে। উদাহরণস্বরূপ বলা যায় ফারজানা ড্রয়িং একাডেমী নামে ইউটিউবে একটু আর্টের চ্যানেল রয়েছে। যেখানে সহজে কিভাবে আর্ট করা যায়,সেটি শিখানো হয়। সেই চ্যানেলের ক্রিয়েটর ফারজানা আপু বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পড়েন। উনার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে আয় প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি। উনি ২০১৬ সালে প্রথম কাজ শুরু করেন। ইউটিউব ভিডিও ক্রিয়েটর, ফেসবুকে পেইজে ভিডিও ক্রিয়েটর, ব্লগে লেখালেখি, অনলাইনে ডিজিটাল মার্কেটিংসহ নানাভাবে আপনি আয় করতে পারেন।
★ ফেসবুক ইউটিউব ছাড়া আর কিভাবে বাসায় বসে আয় করা যাবে?
উত্তরঃ আপনি যেহেতু বাসায় বসে আয় করবেন, সেহেতু আপনাকে অবশ্যই সোস্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যাবহার করতে হবে। অনেকে আছেন বাসায় বসে ফুডপান্ডায় ফুড মেকার হিসেবে কাজ করেন। আবার অনেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আয় করেন।
★ ঘরে বসে আয় করে,মাসে কত টাকা আয় করা যাবে?
উত্তরঃ আপনি কোন প্লাটফর্মে কাজ করতে যাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার মাসিক আয় কত হবে। আপনি যদি ফেসবুকে ভিডিও ক্রিয়েটর বা ইউটিউবার হোন,তখন আপনার ভিওয়ারের উপর নির্ভর করবে আপনার আয়।
এছাড়া আপনি যদি অনলাইন ব্যাবসায়ী হোন তাহলে আপনার ব্যবসায় প্রচার ও প্রশারের উপরে নির্ভর করবে আপনার আয় কত হবে।
★ আমি কিভাবে কাজ খুঁজে পাবো?
উত্তরঃ আপনি কোন কাজে দক্ষ সেটি আমি জানিনা। আপনি যে কাজে দক্ষ সেই অনুযায়ী আপনি কাজ খুঁজে নিতে পারেন। ধরুন,আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন না। তারমানে আপনি ইউটিউবিং করে সফল হতে নাও পারেন। এক্ষেত্রে আপনি ওয়েবসাইট খুলে যে বিষয়ে আপনার জ্ঞান ভালো বা যে বিষয়ে আপনার আগ্রহ ভালো সেই বিষয়ে লেখালেখি শুরু করে দিন। একটু শ্রম দিলে,খুব শীঘ্রই আপনি সফল হবেন।
★ বাসায় বসে আয় করতে হলে,কতক্ষন সময় দিতে হবে?
উত্তরঃ আপনি কোন সেক্টরে কাজ করছেন সেটার উপর নির্ভর করবে আপনার কতটুকু সময় দেয়া উচিৎ। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন,তাহলে প্রাথমিক অবস্থায় মোটামুটি বেশি সময় দিতে হবে। ৪-৫মাস কাজ করার পর অল্প সময় দিলেও চলবে।
★ বাসায় বসে গড়ে মাসে নূন্মতম কত টাকা আয় করা যায়?
উত্তরঃ আপনি যদি পর্যাপ্ত সময় দিয়ে কাজ করেন,তাহলে মাসে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন।
★ বাসায় বসে কাজ কি পার্টটাইম নাকি ফুলটাইম?
উত্তরঃ আপনি কাজকে যেভাবে নেন,সেভাবেই হবে। তবে কিছুকিছু কাজ আছে যেগুলো আপনি পার্টটাইম নিলে বেশি সুবিধা করতে পারবেন না। আবার কিছু কাজ আছে যেগূলো ফুলটাইম নিয়ে তেমন পয়সা আসবেনা,সেগুলো পার্টটাইমের জন্যই উপযুক্ত। যেমনঃ আপনি লেখালেখি কাজ বা ভিডিও ক্রিয়েটর কাজ যদি ফুলটাইম নেন, সেটি উচিৎ হবেনা। অন্যদিকে আপনি অনলাইন বিজনেস যদি একাএকা করে,পার্টটাইম নেন তাহলে বেশিদূর আগাতে পারবেন না। তবে পার্টটারে নিলে,পার্টটাইমে হবে।
★ ঘরে বসে কাজ আর কি কি আছে,সবগুলো কাজের কথা বলুন?
উত্তরঃ অনেকে আছে যারা বাসায় প্রিন্টার মেশিন কিনে,অনলাইনে অর্ডার নিয়ে কম টাকায় কাগজ প্রিন্ট করে দেয়। অন্যদিকে অনেকে বাসায় ডিজাইনিং মগ বানায়, টিশার্ট বানায়। ফ্রিলান্সিং করে আয় করে। তবে ফ্রিলান্সিং করে আয় করার জন্য প্রচুর ধৈর্য আর শ্রম দিতে হবে।
★ বাসায় বসে আয় করে কেউ কি সফল হয়েছে?
উত্তরঃ অনেকেই বাসায় বসে আয় করে,এখন বিশাল বড় পরিসরে নিয়ে গিয়েছে। আপনার যদি ইচ্ছাশক্তি ও ধৈর্য থাকে আপনি যেকোনো কাজেই সফল হতে পারবেন।
★ ঘরে বসে আয় করা কাজের পেমেন্ট কিভাবে পেতে পারি?
উত্তরঃ আপনার বিকাশ,রকেট বা ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট পেতে পারেন। যারা বিদেশ থেকে পেমেন্ট পায়,তাদের বেশিরভাগ ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসে। এছাড়া ছোটখাটো অনলাইন পেমেন্ট বিকাশ বা রকেটের মাধ্যমেই নিতে পারবেন।
এছাড়াও যদি আপনার মনে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন। আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।