src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ওয়ানপ্লাস ফোনের দাম বেশি কেন?

ওয়ানপ্লাস ফোনের দাম বেশি কেন?

বাজারে প্রিমিয়াম বাজেট ফোন বলতে আমরা ওয়ানপ্লাস ফোনকে বুঝে থাকি। এখনকার বাজারে চল্লিশ হাজার বাজেটের নিচে ওয়ানপ্লাসের কোন ফোন নেই। কি আছে ওয়ানপ্লাসের ফোনে! সেটা নিয়ে আমাদের অনেকের মনেই রয়েছে নানান প্রশ্ন। ওয়ানপ্লাসের ফোনের দাম বেশি থাকার কারন আজ ব্যাক্ষা করবো।

ওয়ানপ্লাস ফোনের দাম বেশি কেন
ওয়ানপ্লাস ফোনের দাম বেশি কেন

আপনারা তো সবাই আইফোন চিনেন! তাইনা? কি আছে আইফোনে! জানেন কিছু? ঠিক তেমনি ওয়ানপ্লাসের ফোনে এমন প্রিমিয়াম কিছু ফিচার বা স্পেসিফিকেশন দেয়া হয় যেগুলো আমরা মিড বাজেট ফোনে পাইনা। ওয়ানপ্লাসের ফোনে থাকা কালার ওএস। যা ওয়ানপ্লাসের নিজস্ব ফিচার। যারা ওয়ানপ্লাসের ফোন ব্যাবহার করে তারা এক অন্যরকম এক্সপেরিয়েন্স পাবেন,যেটা অন্য ইউজার পাবেন না। ওয়ানপ্লাস যেহেতু অপ্পোর সাব ব্রান্ড,সেহেতু এখানে ক্যামেরায় দূর্দান্ত কিছু টেকনোলোজি ব্যাবহার করা হয়েছে। বাজারে ক্যামেরা টেকনোলোজির মধ্যে ওয়ানপ্লাস ফোনের ক্যামেরা পুরোপুরি ভিন্ন। যারা ওয়ানাপ্লাস ফোন দিয়ে ছবি তুলে,সেখানে নিচে ওয়াটারমার্কে লিখা থাকে "শর্ট বায় ওয়ানপ্লাস" এই লিখাটির কারনে ওয়ানপ্লাসের ফোনকে এক অন্য লেভেলে নিয়ে যায়। ছবি তোলার দিক থেকে ওয়ানপ্লাস সেরাদের কাতারে আছে যা বলার অপেক্ষা রাখেনা।

ওয়ানপ্লাস যেহেতু প্রিমিয়াম বাজেট ফোন, সেহেতু এখানে প্রিমিয়াম সব স্পেসিফিকেশন দেয়া হয়। ফোনের র‍্যাম ও রম অধিক রাখার পাশাপাশি দূর্দান্ত প্রসেসর দেয়া হয়। ব্যাটারি বেকাপ ও ফাস্ট চার্জার দেয়া হয় একদম পর্যাপ্ত চাহিদানুযায়ী।

ওয়ানপ্লাস তাদের ফোনে টেকনোলোজি ও গভেষনায় যে ব্যায় করে,সেটাই তাদের ফোনের দাম বাড়িয়ে দেয়। বাজারে নিত্যনতুন আপগ্রেড কোন প্রসেসর আসলে,সেটি ওয়ানপ্লাসের ফোনে ব্যাবহার করা হয়। ক্যামেরার ক্ষেত্রে বাজারে থাকা আপগ্রেডেশন ভার্সন ওয়ানপ্লাসের ফোনে ব্যাবহার করা হয়। ওয়ানপ্লাস তাদের কাস্টমার চিনে। তাদের ফোনের ক্রেতা কারা সেটি তারা জেনেবুঝে সেই অনুযায়ী স্পেসিফিকেশন ও প্রাইজ নির্ধারণ করে।

এখানে আপনার আমার মত মিড বাজেটের গেজেট লাভারদের চাহিদা বুঝার পর্যায়ে ওয়ানপ্লাস এখনো যায়নি। তবে আশা করা যায়, ভবিষ্যৎতে ওয়ানপ্লাস মিড বাজেটে দূর্দান্ত ফোন নিয়ে আসবে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post