এখনকার যুগে ফোন কিনতে গেলে নয়েজ ক্যান্সেলেশন কথাটি শোনা যায়। কখনো কখনো রিভিউ দেখার সময় বলা হয় ফোনে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা আছে কিনা। নয়েজ ক্যান্সেলেশন কি, এটি ফোনে থাকার সুবিধা কি সেটি আজ জানার চেস্টা করবো।
![]() |
Noice cancellation |
নয়েজ শব্দের অর্থ শব্দ। ক্যান্সেলেশন অর্থ বাতিল। মানে নয়েজ ক্যান্সেলেশন মানে,ফোনের শব্দ বাতিল করবে। আপনি ফোনে কথা বলা অবস্থায় আপনার আশেপাশে যদি কোন কোলাহল থাকে সেটি সড়িয়ে রেখে আপনার মুখের কথাকেই অগ্রাধিকার দেয়া হবে। আপনার অপর প্রান্তে থাকা ব্যাক্তিটি আপনার কথাই স্পষ্ট শুনতে পাবে। সামনেপিছনে যতই হৈচৈ থাকুক না কেন, আপনার মুখের কথাকেই ফোন প্রাধান্য দিবে।
এখনকার দিনে আমরা অনেকসময় ফোন নিয়ে বাসার বাহিরে থাকি। বাসার বাহিরে মার্কেট, বাস,সিএনজির কোলাহল থাকে। তখন সেই অবস্থায় কোন গুরুত্বপূর্ণ ফোন আসলে নিজে হয়ত স্পিকার দিয়ে কথা শুনতে পারি কিন্তু আমাদের অপরপ্রান্তে থাকা ব্যাক্তিটি ঠিকভাবে নাও শুনতে পারে। সেক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন সুবিধাটি অনেক বড় ভূমিকা রাখে।
মজার ব্যাপার হলো, যারা রিলেশনশিপে আছে, আস্তে কথা বলার অভ্যাস আছে। তারা যদি নয়েজ ক্যান্সেলেশন সুবিধাযুক্ত ফোন কিনেন,তাহলে অনেক আস্তে শব্দে কথা বললেও আপনার পছন্দের মানুষটি স্পষ্ট শুনতে পারবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।