টেক রিভিউ নিয়ে আপনাদের অনেকের মনেই নানান প্রশ্ন রয়েছে। নতুন একটি স্মার্টফোন কেনার আগে আমরা সবাই কমবেশি ইউটিউব ও গুগলে ফোন নিয়ে নানা তথ্য জানার চেস্টা করি। এক্ষেত্রে কেউ কেউ ইউটিউবে ভরসা করে আবার কেউ কেউ আমাদের মতো টেক রিভিউ সাইটে ভরসা করে থাকে। মোবাইল রিভিউ করে কি,আসলেই আয় করা যায়? সেটাই আজকের আর্টিকেলে আলোচনা করবো।
![]() |
মোবাইল রিভিউ করে আয় |
আমাদের সাইটটি যেহেতু টেক রিলেটেড সেহেতু আজ আমরা এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি। যারা ইউটিউবে বিভিন্ন গেজেট নিয়ে রিভিউ করে, তারা আয় করে কিভাবে! প্রথমত যারা ইউটিউবার তাদের সবার কমবেশি ইউটিউব মনিটাইজেশনে আয় রয়েছে। এখন যারা ইউটিউবে মোবাইল ফোন সহ বিভিন্ন গেজেট আইটেম আনবক্সিং করে,তারা এই ফোনগুলো কোন কোন সময় কোম্পানি থেকে পেয়ে থাকে। আবার কোনকোন সময় নির্দিষ্ট গেজেট শপ থেকে রিভিউ করার জন্য পেয়ে থাকে। গেজেট শপ থেকে যেগুলো রিভিউ করার জন্য পায়,সেগুলো রিভিউ করার পর সেই শপে ফেরত দিয়ে দিতে হয়।
যেসব ফোন কোম্পানি থেকে রিভিউ ইউনিট হিসেবে দেয়, সেগুলো কোন কোন ক্ষেত্রে কোম্পানি চেয়ে নিয়ে যায়। আবার কোন ক্ষেত্রে একেবারে দিয়ে দেয়। তবে বিভিন্ন সেলিব্রেটি বা বড় পরিসরের চ্যানেলকে যে ফোনগুলো রিভিউ করার জন্য দেয়,বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি সেগুলো চেয়ে নেয়না।
এতক্ষণ তো বললাম ইউটিউব চ্যানেল নিয়ে এবার আসি অনলাইন সাইটে টেক রিভিউ প্রসঙ্গে। যারা আমাদের মতো সাইটে টেক নিশ নিয়ে কাজ করেন। তাদের ক্ষেত্রে যাদের ভিজিটর অনেক বেশি থেকে,সেক্ষেত্রে কোম্পানি থেকে মাঝেমধ্যে টুকটাক গিফট দেয়া হয়। তবে যেহেতু সাইটে আনবক্সিং রিভিউ ভিডিও দেয়া হয়না,সেহেতু কোন ফোন বাজারে লাঞ্চ হওয়ার সাথেসাথে সেটি ওয়েবসাইট টেক রিভিউয়ারদের দেয়ার ঝামেলা নেই। এছাড়া ওয়েবসাইট থেকে এডসেন্স মনিটাইজেশনের মাধ্যমে আয় করার সুযোগ তো থাকছেই।
বাংলাদেশ পেক্ষাপটে, বাংলা টেক রিভিউ নিয়ে কাজ করে সাইটের ক্ষেত্রে তেমন ভিজিটর আসেনা, যদিনা কঠোর পরিশ্রম করা সম্ভব না নয়। কঠোর পরিশ্রম করা,নিয়মিত টেক রিলেটেড আপডেট রাখা,সেগুলো নিয়ে পোস্ট করা,এভাবে কাজ করলেই কেবলমাত্র মোবাইল রিভিউ নিয়ে সফলতা পাওয়া সম্ভব।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।